এশিয়ান আরচ্যারির পাশে ওসিএ’র নতুন সভাপতি

অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া’র (ওসিএ) নতুন সভাপতি নির্বাচন হয়েছে গতকাল। উজবেকিস্তানের তাসখন্তে ওসিএ’র ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় কাতারের শেখ জোয়াদ বিন হামাদ আল থানি সভাপতি নির্বাচিত হন। ২০২৮ সাল পর্যন্ত তিনি দায়িত্ব এশিয়ান অলিম্পিকর সভাপতির দায়িত্ব পালন করবেন।
শেখ জোয়াদ সভাপতি হওয়ার আগ থেকেই নিজ দেশ কাতার ও অলিম্পিক এশিয়ার সাথে সম্পৃক্ত। তিনি কাতার অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং ওসিএ’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। রণবীর সিং শারীরিক অসুস্থতার জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এজন্য শেখ জোয়াদ নতুন সভাপতি প্রার্থী ছিলেন। ৪৪ দেশের প্রতিনিধি তাকে সমর্থন দিয়েছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিও ছিল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভায়।
এশিয়ার অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন খেলার এশিয়ান ফেডারেশনের সভাপতি বা উর্ধ্বতন ব্যক্তিবর্গও ছিলেন ওসিএ’র সভায়। এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলও ছিলেন। ওসিএ নতুন সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত হয়েছে তার। এ নিয়ে উজবেকিস্তান থেকে তিনি বলেন, ‘আসন্ন এশিয়ান গেমসে আরচ্যারি ডিসিপ্লিন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এশিয়ান আরচ্যারির উন্নয়ন ও বিকাশে ওসিএ ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়াকে সর্বাত্নক সহযোগিতাক করার আশ্বাস দিয়েছেন। আরচ্যারি নিয়ে আরো বিশেষভাবে আলোচনা ও কাজের জন্য কাতারে যাওয়ার দাওয়াত দিয়েছেন।’
অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এক বিবৃতিতে নতুন সভাপতি শেখ জোয়াদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, ‘এশিয়া অলিম্পিক পরিবারের সবচেয়ে বৃহৎ মহাদেশ হিসেবে পরিচিত। এই বৈচিত্র্যই এশিয়ার মূল শক্তি। এই শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য এবং অলিম্পিক মূল্যবোধের প্রতি সম্মিলিত অঙ্গীকার অপরিহার্য। ঐক্যের মাধ্যমে এশিয়ার জাতীয় অলিম্পিক কমিটিগুলোকে শক্তিশালী করা এবং তরুণ ক্রীড়াবিদদের বিশ্ব ক্রীড়াঙ্গনে সাফল্যের সুযোগ করে দেওয়াই ওসিএর প্রধান লক্ষ্য।’
এজেড/এইচজেএস