রোনালদোর রিটায়ার্ড হোমের নির্মাণ কাজ শেষ, ৩৬৩ কোটি টাকার ম্যানশনে যা আছে

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স চল্লিশ ছুঁলেও থামার কোনো ইঙ্গিত নেই। মাঠে দুরন্ত ফর্মে আছেন তিনি। কবে অবসর নেবেন, তা এখনো অজানা। তবে অবসরের পর যেখানে থাকার পরিকল্পনা, তার নির্মাণ কাজ শেষ। রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের রিটায়ার্ড হোমকে মনে করা হচ্ছে পর্তুগালের সবচেয়ে বড় ম্যানশন, যার মূল্য ২ কোটি ৫০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৩৬৩ কোটি ৪০ লাখ টাকা।
এই ম্যানশনে রয়েছে একটি স্পা, ব্যক্তিগত সিনেমা হল ও সামনে আটলান্টিক মহাসাগর। দুটি সুইমিং পুল, ২০টি গাড়ি রাখার মতো গ্যারেজও রয়েছে। অবশ্য সিআরসেভেন তার এই ব্যক্তিগত অবসর উত্তর বাড়িতে কবে উঠছেন বা আদৌ উঠবেন কি না তা অজানা।
সমুদ্রঘেষা এই ম্যানশনের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২০ সালে। প্রায় ছয় বছর ধরে চলা নির্মাণ কাজ শেষে ম্যানশনের চাবি রোনালদো ও তার বাগদত্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সেমানা এক প্রতিবেদনে জানিয়েছে, এই সম্পত্তির মূল্য পায় আড়াই কোটি ইউরো। বর্তমানে পর্তুগালের সবচেয়ে দামী ব্যক্তিগত বাড়ির একটি এটি। আয়তনেও এটি পর্তুগালের মধ্যে সবচেয়ে বড় ম্যানশন। বাজারের সবচেয়ে দামি নির্মাণসামগ্রী দিয়ে এটি বানানো হয়েছে। ইতালিয়ান মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে ও রয়েছে সোনার তৈরি পানির কল।
বাড়িটি তৈরি হয়েছে মহাসাগর থেকে ঠিক দুইশ মিটার দূরে। কাসকাইস অঞ্চলের ১২ হাজার বর্গমিটার প্লটের জমিতে এটি অবস্থিত, এর মধ্যে বসবাসযোগ্য জায়গা ৫ হাজার বর্গমিটার।
এদিকে গুঞ্জন আছে, রোনালদো এই ম্যানশনের জন্য ক্রেতা খুঁজছেন। ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় এই বাড়ি বিক্রির চিন্তা করছেন তিনি। পর্তুগিজ মিডিয়া আউটলেট ভি প্লাস ফামা অবশ্য দাবি করেছে, বাড়িটি বিক্রির আগে এখানেই রদ্রিগেজের সঙ্গে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন।
এফএইচএম/