দেশের মাটিতে সাকিবের শেষ ম্যাচ খেলা নিয়ে যা বললেন ইমরুল-মিরাজ

২০২৪ সালে সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে রাজনৈতিক কারণে তার আর দেশে ফেরা হয়নি। সাকিবের ক্যারিয়ারের শেষ যখন দেখে ফেলেছেন অনেকে, ঠিক তখন আশার সঞ্চার জাগাল বিসিবি। গত বোর্ড মিটিং শেষে পরিচালক আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এনিয়ে কথা বলেছেন দেশের তারকা ক্রিকেটাররাও।
আজ (বুধবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, ‘সাকিব যদি দেশে এসে খেলে, আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব মাঠে এসে দেখতে।’ তিনি আরও জানান, ‘আমিও দেশে থাকি না। তবে এখানে একটা অনুভূতি কাজ করবে। সাকিবের অবসর মাঠে বসে দেখতে পারব। তার সাথে দীর্ঘদিন খেলেছি, খুব ভালো সম্পর্ক… সব দিক থেকেই মনে করি, সাকিব দেশ থেকে অবসর নেওয়ার দাবি রাখে। আশা করি সে এটা করতে পারবে।’
মেহেদী হাসান মিরাজও চান, সাকিব যেন দেশে খেলে সুন্দরভাবে অবসর নিতে পারেন, ‘খেলোয়াড় হিসেবে সবাই চায় সুন্দরভাবে অবসর নিতে। সাকিব ভাইয়ের কত অবদান, আমরা জানি। অবশ্যই, লিজেন্ড প্লেয়ার। বাংলাদেশের জন্য অনেক অর্জন। এমন একজন কিংবদন্তির অবসর যদি সুন্দরভাবে হয়, বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য বিরাট পাওয়া।’
সাকিব দেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন বলে ইমরুল জানান, ‘সাকিবের সঙ্গে মোটামুটি একদিন পরপরই কথা হয়, কোথায় আছে না আছে। এগুলো নিয়ে সমস্যা নেই। সাকিব খেলছে সব জায়গায়, উপভোগ করছে। সবসময় দেশের খোঁজখবর রাখে। বাংলাদেশের কী অবস্থা, ক্রিকেটের কী অবস্থা। বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা নিয়ে অনেক সচেতন। সবসময়ই সে খোঁজখবর রাখে।’
এসএইচ/এফএইচএম