চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

সাফ ফুটসালের অভিষেক আসরে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরবেন সাবিনারা। চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য বাফুফে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ ফুটসাল দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান থাইল্যান্ড থেকে বলেন, 'চ্যাম্পিয়ন দলের জন্য ছাদখোলা বাস থাকছে। সেই বাসে তারা বিমানবন্দর থেকে সড়কে যাবে। বাসের ছাদে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীদের অভ্যর্থনা গ্রহণ করবে।’ পুরুষ দল খেলা শেষ হওয়ার এক দিন পরই দেশে ফিরেছে। নারী দল ব্যাংককে অতিরিক্ত দুই দিন থেকেছে। ম্যাচ জয়ের জন্য বোনাস ও ব্যাংককে ফুটবলারদের ঘোরাঘুরির ব্যবস্থা করেছেন ম্যানেজার ইমরান।
২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়। তখন ফুটবলার সানজিদা আক্তারের স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাদ খোলা বাসের ব্যবস্থা হয়েছিল। ২০২৪ সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনারা ছাদ খোলা বাসে এসেছিলেন। এবার ফুটসাল চ্যাম্পিয়নের পরও একই সম্মাননা পাচ্ছেন তারা।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের অভ্যর্থনা নিয়ে বলেন, ‘ছাদ খোলা বাস হাতিরঝিলের এম্পিথিয়েটারে পৌঁছাবে। রাতে সেখানে তাদের সম্মাননা জানানো হবে। আগামীকাল রাতে বাফুফের ব্যবস্থাপনায় হোটেলে থাকবেন তারা। পরের দিন যার যার গন্তব্যে যাবেন।’
গত বছর ঋতুপর্ণারা মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে উঠার পর গভীর রাতে হাতিরঝিলে সংবর্ধনা দিয়েছিল বাফুফে। আলো ঝলমলে পরিবেশে অনুষ্টান করলেও ফুটবলাররা কোনো আর্থিক প্রণোদনা পাননি। এমনকি ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেডারেশনের ঘোষিত দেড় কোটি টাকাও তারা পাননি এখনো।
এজেড/এইচজেএস