পিএসএলের নিলামে মুস্তাফিজ, দল পাবেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেন মুস্তাফিজুর রহমান। ৩০ বছর বয়সি পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, 'মুস্তাফিজুর রহমান-পিএসএলের নতুন যুগে স্বাগত।'
এর আগে পিএসএলে একবারই খেলেছিলেন বাঁহাতি পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তাতে চড়া দাম পেতে পারেন তিনি।
মুস্তাফিজের পাশাপাশি পিএসএলের নিলামে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, কেশভ মহারাজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারা।
আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের নিলাম। এর আগে অবশ্য মুলতান সুলতান বিক্রির জন্য নিলাম করবে পিসিবি।
এইচজেএস