কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে প্রথমে স্বাগতিকদের ওয়ানডে সিরিজে হারায় ইংল্যান্ড। এবার বৃষ্টিবিঘ্নিত দিনে তারা জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করল। আদিল রশিদের নিয়ন্ত্রিত বোলিং ও স্যাম কারানের হ্যাটট্রিকে লঙ্কানদের ১৩৩ রানে আটকে ফেলে ইংলিশরা। তারা লক্ষ্য তাড়ায় নেমে ১৫ ওভারে ১২৫ রান করতেই আবারও বৃষ্টি নামে। বৃষ্টি আইনে ১১ রানে বিজয়ী ঘোষণা করা হয় সফরকারীদের।
এর আগে পাল্লেকেলে বৃষ্টির কারণেই খেলা ১৭ ওভারে কমিয়ে আনা হয়েছিল। কারানের হ্যাটট্রিকে চার বল বাকি থাকতেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন কুশল মেন্ডিস। বিপরীতে আদিল রশিদ ও স্যাম কারান ৩টি করে উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়া করা ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ফিল সল্ট। যাতে ভর করে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ের ইঙ্গিত দিলেও ২৪ রানে ওপেনার কামিল মিশারাকে (৯ বলে ১৬) হারায়। পাথুম নিশাঙ্কাকে রান তুলতে বেশ সংগ্রাম করতে হচ্ছিল। অন্যপ্রান্তে রানের গতি বাড়াতে থাকেন কুশল মেন্ডিস। নিশাঙ্কা ২০ বলে ২৩ রানে আউট হলে মেন্ডিসের সঙ্গে ৫২ রানের জুটি ভাঙে। অল্প সময়ের ব্যবধানে ফেরেন চারিথ আসালাঙ্কা (২), কুশল, জানিথ লিয়ানাগে (১) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১১)। কুশল ২০ বলে ৩৭ রান করেন ৪টি চার ও ২ ছক্কায়।

শ্রীলঙ্কা ৯৮ রানে ৬ উইকেট হারানোর পরও তাদের আশা হয়ে ছিলেন দাসুন শানাকা ও মাথিশা পাথিরানা। ১৬ বলে ২০ রান করা শানাকাকে দিয়ে ১৬তম ওভারে স্যাম কারানের দাপট শুরু। পরের দুই বলে মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে ফিরিয়ে বাঁ–হাতি এই মিডিয়াম পেসার হ্যাটট্রিক পূরণ করেন। এ নিয়ে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন কারান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া হাসারাঙ্গা করেন ১৪ রান। ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ।
ইংল্যান্ড লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পায়। ২.৪ ওভারে ৩৬ রান তুলেন ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। এহসান মালিঙ্গার বলে বোল্ড হওয়ার আগে ১০ বলে ১৭ রান করেন সাবেক অধিনায়ক বাটলার। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় টম ব্যান্টন ২৯ রান করেন। ইংলিশদের জয়ের পথে নিয়ে যাওয়া ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন সল্ট। অপরাজিত ১৬ রান করেন হ্যারি ব্রুক। একই ভেন্যুতে আগামীকাল (রোববার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
এএইচএস