‘কঠোর বিধিনিষিধে’ ফুটবল চলবে কি না সিদ্ধান্ত বুধবার

ফুটবলাঙ্গনে সবার এখন একটিই জিজ্ঞাসা ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের মধ্যে চলমান ফুটবল কার্যক্রম চলবে কি না। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছেও এ ব্যাপারে এখনো কোনো উত্তর নেই। আজ (মঙ্গলবার) বিকেলে মন্ত্রণালয় গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গেও এই বিষয় আলোচনা করেছেন।
মন্ত্রণালয় থেকে ফিরে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘আমরা আমাদের অবস্থানটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মন্ত্রীপরিষদ সচিব মহোদয়ের কাছে ব্যাখ্যা করেছি। বিশেষ করে কেন খেলা চালানো প্রয়োজন, একটি মাঠ, আন্তর্জাতিক সূচি সব বিষয় তুলে ধরেছি। উনি মনোযোগ সহকারে শুনেছেন। আমাদের বিষয়টি বিবেচনা করবেন আশা করি।’
আজ বিকেল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উত্তর না পাওয়ায় আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাফুফেকে, ‘আগামীকালও আমাদের খেলা রয়েছে। সেটি চলবে, আগামীকাল মন্ত্রীপরিষদ বিভাগ লকডাউন সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করবে। এর পাশাপাশি আমাদের একটি নির্দেশনা দেবে। সেই অপেক্ষায় আছি।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাফুফের বিষয়টি অবগত হলেও তারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা পদক্ষেপ নেয়নি। বিধিনিষেধ প্রজ্ঞাপন মন্ত্রীপরিষদ বিভাগ এবং এর সাথে স্বাস্থ্য অধিদপ্তর সংযুক্ত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কমলাপুরে চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ ও নারী লিগ পরিচালনা করছে। প্রিমিয়ার লিগ সম্পন্ন করতে ৪০ দিন, চ্যাম্পিয়নশিপ লিগ ও নারী লিগ সম্পন্ন করতে দুই-থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
এজেড/এমএইচ