ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১২-০ গোলে ভুটানকে হারিয়েছে তারা। মুনকি আক্তার সর্বোচ্চ চার গোল করেন, আলপি আক্তার ও তৃষ্ণা রাণী করেন হ্যাটট্রিক এবং মামনি ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল করেন।
শুরু থেকেই বাংলাদেশ নিয়ন্ত্রণে নেয় ম্যাচ। ১২ গোল করলেও প্রথম গোলের সূচনা করতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ২৮ মিনিটে মামনি চাকমার গোলে লিড পায় বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে শেষ চার মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী, ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তার জোড়া গোল করেন। ৪-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।
বিরতির পর বাংলাদেশ আরও রুদ্রমূর্তি ধারণ করে। এই অর্ধে আরও ৮ গোল হয়। ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। ৮৬ মিনিটে দ্বিতীয় ও খেলার শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। প্রথমার্ধে দুই গোল করা মুনকি আক্তারও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৮১ মিনিটে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইনজুরি সময়ে এক গোল করেন।
সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট নেপালের পোখরায় চলছে। আজ খেলা চলাকালে মাঠের মান তেমন উন্নত দেখা যায়নি। অধিকাংশ জায়গায় ঘাস নেই। ফুটবলারদের স্বাভাবিক পারফরম্যান্স করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ দুই পয়েন্টধারী দল ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।
এজেড/এফএইচএম