ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ফলে সেই ম্যাচ ঘিরে এই স্টেডিয়ামে রাখা হবে কড়া নিরাপত্তা। ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে শেষ করতে এমনই পরিকল্পনা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন আছে, পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। আনুষ্ঠানিক ভাবে এখনও অবস্থান স্পষ্ট করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তবু ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না শ্রীলঙ্কা। প্রস্তুতিতে কোন কমতি রাখছে না তারা।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই ম্যাচটিকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। কলম্বোর বিমানবন্দরে নামা থেকে শ্রীলঙ্কা ছাড়া পর্যন্ত দুই দলের জন্যই কড়া নিরাপত্তা থাকবে। সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে কমান্ডো বাহিনী।'
অনেকটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের মতোই নিরাপত্তা দেওয়া হবে দুই দেশের ক্রিকেটারদের। বাকি দলগুলোর জন্যও যথেষ্ট নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন গামাগে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকও প্রায় একই কথা বলেছেন।
ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে তার বক্তব্য, 'আমরা কোনও রকম আঞ্চলিক বিরোধে জড়াতে চাই না। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমস্যার কথা আমরা জানি। আমরা কারও পক্ষ নিতে চাই না। তিনটি দেশই আমাদের বন্ধু। অনুরোধ করা হলে, আমরা যে কোনও দেশের জন্যই প্রতিযোগিতা আয়োজন করতে প্রস্তুত।'
এইচজেএস