বৃষ্টির বাধা পেরিয়ে বারিধারার জয়

বিকেল থেকে মুষলধারে বৃষ্টি। ম্যাচ ২১ মিনিট চলার পর রেফারি স্থগিত করতে বাধ্য হন। ১৫ মিনিট খেলা বন্ধ ছিল। এরপর অবশ্য নির্বিঘ্নেই খেলা চলেছে। ম্যাচ চলতে থাকলেও বৃষ্টিতে মাঠে পানি জমেছিল অনেক জায়গায়। স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি কোনো দলই। এরপরও ম্যাচে তিনটি গোল হয়েছে। বিপিএল ফুটবলে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিস্নাত ম্যাচে বারিধারা ২-১ গোলে হারায় পুরনো ঢাকার ক্লাবটিকে। তদের জয়ের নায়ক উজবেকিস্তানের ডিফেন্ডার সাইদোস্তন ফজিলভ। তিনি একই দুই গোল করেন।
এক সময়কার ট্রেবল জয়ী শেখ রাসেলকে হারিয়েছিল বারিধারা। গোপীবাগের দল ব্রাদার্সকেও হারায়। এবার সেই উত্তর বারিধারার শিকারে পরিণত হল রহমতগঞ্জ। দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে নেমেছে বারিধারা। মে মাসে খেলা বন্ধ হওয়ার আগে শেষ ম্যাচে ব্রাদার্সকে হারিয়েছিল তারা। বিরতি কাটিয়ে খেলতে নেমে ফের জয়ের মুখ দেখল ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি গোল করলে এগিয়ে থাকে পুরান ঢাকার ক্লাবটি। ৭১ মিনিটে বারিধারার উজবেকিস্তানী ডিফেন্ডার সাইদোস্তন ফজিলভ ম্যাচে সমতা আনেন। দুর্ভাগ্য রহমতগঞ্জের।
হয়তো এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে প্রস্তুতি নিচ্ছিলেন ফুটবলাররা। ঠিক তখন ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বারিধারাকে জয় এনে দেন সেই ফজিলভ। শেষে লিগে নিজেদের তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা। বারিধারা ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আর রহমতগঞ্জ ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নিয়ে দশম স্থানে।
এজেড/এমএইচ