ইউরো ২০২০ : শেষ আটের সূচি, কার পথ কতটা কঠিন?

শেষ হয়ে গেল ইউরো ২০২০-এর শেষ ষোলর লড়াই। আটটা রুদ্ধশ্বাস লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়েছে আটটি দল। শেষ আটের লড়াই শুরু আগামী শুক্রবার থেকে। কোন আট দল কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে? কবে, কখন, কার বিরুদ্ধে খেলা আছে, তা দেখে নিন একনজরে-
কোয়ার্টার ফাইনালে উঠেছে কারা?
শেষ ষোলর লড়াইয়ের পর সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন এবং ইংল্যান্ড নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে।
কোয়ার্টার ফাইনাল-১
সুইজারল্যান্ড-স্পেন
শুক্রবার, ২ জুলাই, রাত ১০টা
ভেন্যু : সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।

শেষ ষোলর সবচেয়ে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে কোন দুটো? নিশ্চিতভাবেই উত্তর আসবে স্পেন-ক্রোয়েশিয়া ও ফ্রান্স-সুইজারল্যান্ডের লড়াই দুটো। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেন এগিয়ে ছিল ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত। এরপর দুটো গোল হজম করলে খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে। সেখানে আরও দুটো গোল করে ৫-৩ ব্যবধানে জিতে শেষ আটে চলে আসে কোচ লুইস এনরিকের দল।
সুইজারল্যান্ডের ম্যাচটাও হয়েছে একই রাতে। ফ্রান্সের বিপক্ষে সুইসদের সে ম্যাচটাও নির্ধারিত সময়ে মেনেছে স্পেন ম্যাচেরই চিত্রনাট্য। তবে দুই গোলে পিছিয়ে থাকা সুইজারল্যান্ড শেষ মুহূর্তে ফেরায় সমতা, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, এরপর পেনাল্টি শুটআউট। সেখানে কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস শেষ আটের টিকিট হাতে ধরিয়ে দেয় সুইসদের।
সেই দুই দলই এবার মুখোমুখি শেষ আটে। নামে, ঐতিহ্যে স্পেন এগিয়ে থাকলেও দলের শক্তিমত্তা, রসায়ন দুই দলকেই রাখছে সাম্যাবস্থায়। শেষ আটের লড়াইয়ে তাই আরও একটা নখ কামড়ানো উত্তেজনার আভাসই পাওয়া যাচ্ছে।
কোয়ার্টার ফাইনাল-২
বেলজিয়াম-ইতালি
শনিবার, ৩ জুলাই, রাত ১টা
ভেন্যু : মিউনিখ, জার্মানি।

এ যেন ফাইনালের আগে আরেক ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগেই সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় ওপরের দিকেই ছিল বেলজিয়াম। আর ইতালি ধারে-ভারে এগিয়ে থাকলেও টুর্নামেন্টের আগে ফেভারিটের খাতাতেই ছিল না। সেই ইতালি নিজেদের গ্রুপ পর্বের নৈপুণ্যে এখন শিরোপার জোর দাবিদার। দুই দলের লড়াইটা তাই হয়ে যেতে পারে নকআউটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইও।
বেলজিয়ামের পক্ষেই নিক্তি হেলে আছে ম্যাচের আগে। কারণ রোনালদোর পর্তুগাল, যারা দারুণ এক দল নিয়ে টুর্নামেন্টে এসেছিল শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে, সেই দলটাকে বিদায় করে দেওয়ার কাজটা তো মোটেও কম কিছু নয়! সে তুলনায় ইতালির অস্ট্রিয়া বধটাকে তুলনামূলক সহজই মনে হওয়ার কথা। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে তাদেরও জিততে ঘাম ছুটেছে বেশ। তবে ম্যাচের আগের হিসেব-নিকেশ যেমনই হোক, লড়াইয়ের মাঠে যে সেটা বদলে যেতে পারে অবলীলায়। চলতি ইউরো তো দেখাচ্ছে তেমনই!
কোয়ার্টার ফাইনাল-৩
চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক
শনিবার, ৩ জুলাই, রাত ১০টা
ভেন্যু : বাকু, আজারবাইজান।

‘হিসেব মোতাবেক’ কোয়ার্টার ফাইনাল লাইন আপের সবচেয়ে দুর্বল লড়াইটা এখানে হওয়ার কথা। ডেনমার্ক বা চেক, দুই দলের কেউই যে নেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।
তবে ডাচদের স্তব্ধ করে শেষ আটে আসা চেক প্রজাতন্ত্র আর ক্রিশ্চিয়ান এরিকসেন অনুপ্রেরণায় অসম্ভবকে সম্ভব করার নেশায় থাকা ডেনমার্ক আপনাকে জানান দিচ্ছে, ‘আমাদের ম্যাচে চোখ রাখতে ভুলবেন না যেন!’
কোয়ার্টার ফাইনাল-৪
ইউক্রেন-ইংল্যান্ড
রবিবার, ৪ জুলাই, রাত ১টা
ভেন্যু : রোম, ইতালি।

টুর্নামেন্টের আগে ‘ফেভারিট কে?’ এ আলোচনায় জোরেশোরেই উচ্চারিত হয়েছে ইংল্যান্ডের নাম। এরপর নিজেদের গ্রুপের সেরা দল হয়ে খেলেছে শেষ ষোলয়। সেখানে আবার জার্মানিকে বিদায় করেছে ২-০ গোলে হারিয়ে। অন্যদিকে ইউক্রেন এসেছে ভাগ্যের জোরে, গ্রুপে তৃতীয় হয়ে। এরপর সুইডেনকে শেষ ষোলর লড়াইয়ে হারিয়েছে শেষ সময়ের গোলে। এই ইউক্রেনের বিপক্ষে সেই ইংল্যান্ডকে আপনি কেন ফেভারিট বলবেন না?
বলা যাচ্ছে না। কারণ, ইউরো ২০২০ নিজে। গৌরবময় অনিশ্চয়তার এই ইউরো এবার এত সব অঘটনের জন্ম দিয়েছে, যে এ ম্যাচের আগে ইউক্রেনকে একেবারে বাতিলের খাতাতেও ফেলে দেওয়া যাচ্ছে না মোটেও। ফলে এ ম্যাচেও চোখ রাখা ছাড়া উপায় নেই আপনার।
এনইউ/এটি