সহজেই ইংলিশদের ফাইনাল দেখছেন না জেমি

ওয়েম্বলি থেকে এক ঘন্টা দূরত্বে বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমির বাসা। টিকিট না থাকায় স্টেডিয়ামের গ্যালারির পরিবর্তে বাসার টিভিতে খেলা দেখেছেন জেমি। জার্মান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে তার বিশ্লেষণ, ‘সাউথগেট রক্ষণ ঠিক রেখে আক্রমণ করেছে। তার পরিকল্পনা সফল হয়েছে। ইংল্যান্ড যোগ্য দল হিসেবেই জিতেছে।’
জার্মানি বাধা পার হওয়ায় অনেকে ইংল্যান্ডের ফাইনাল খেলার রাস্তা প্রশস্ত দেখছেন। তবে ব্রিটিশ জেমি মোটেও তা ভাবছেন না, ‘এটা কোনোভাবে বলার উপায় নেই। ফ্রান্সের মতো দল বিদায় নিয়েছে। যারা টপ ফেভারিট ছিল। ইউক্রেন ও সুইডেনকে টাইব্রেকারে হারিয়ে এসেছে। ফলে আরেকটি কঠিন লড়াই হবে।’
সাউথগেট ম্যাচ বাই ম্যাচ এগুবে বলে ধারণা, ‘ইংল্যান্ডের উপর প্রত্যাশা বাড়ছে অনেক। তবে সাউথগেট অবশ্যই ম্যাচ বাই ম্যাচ ভাববে। দুই ম্যাচ জিতলে শিরোপা মঞ্চে থাকবে ইংল্যান্ড।’
জার্মানির কোচ জোয়াকিম লো তার সেরা ফর্ম হারিয়েছেন। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোচ পরের বিশ্বকাপ প্রথম পর্ব থেকে বিদায়ের পর এবার ইউরোতে রাউন্ড ১৬ থেকে বিদায়। জার্মান দলের সঙ্গে লোর ১৫ বছরের সম্পর্ক শেষ হতে চলছে৷ একজন কোচ হিসেবে লো সম্পর্কে তার মূল্যায়ন, ‘সে নিঃসন্দেহে বিশ্বের সেরা কোচদের একজন। খেলোয়াড়দের ফর্মের মতো কোচদের ফর্মের বিষয় থাকে। সে তার সেরা সময় পার করে এসেছে। তার এখন খারাপ সময় গেলেও জার্মানদের অনেক সাফল্য লো দিয়েছে।’
এজেড/এটি