কঠিন বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বসুন্ধরা

বসুন্ধরা কিংসের দ্বিতীয় না সাইফ স্পোর্টিং ক্লাবের প্রথম ফেডারেশন কাপ শিরোপা? এই প্রশ্নের উত্তর মিলবে রোববার সন্ধ্যার পর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল চারটায়। বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন ফাইনালকে কঠিন ম্যাচ হিসেবেই দেখছেন বলে জানান। প্রতিপক্ষকে ভালো দল বলেই মনে করেন তিনি। তবে সেমিফাইনালে ১২০ খেলায় খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে চিন্তার ভাঁজ বসুন্ধরা কোচের কপালে।
তিনি বলেন, ‘সাইফ স্পোর্টিং অত্যন্ত ভালো দল। তারা যোগ্যতা দিয়েই এই পর্যায়ে এসেছে। ৭ জানুয়ারি আমরা সেমিফাইনাল খেলেছি। ১২০ মিনিট পর্যন্ত খেলছি। ৭২ ঘন্টার মধ্যে আবার ম্যাচ খেলাটা কঠিন।’
সাইফের কোচ বেলজিয়ান পল পুট অত্যন্ত কুশলী। ফাইনালের আগে তাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন অস্কার, ‘সে দারুণ কোচ। তিনি দলকে দারুণভাবে পরিচালনা করছেন।’
বসুন্ধরার অধিনায়ক তপু বর্মণ ট্রফিতেই চোখ রাখছেন, ‘আমরা গত মৌসুমে ফেডারেশন কাপ জিতেছি। সেই ধারাবাহিকতা রাখতে চাই। আমরা সবাই প্রস্তুত আছি। কোচ আমাদের রিকভারের জন্য যথেষ্ট সচেতন। আমরা আশা করি চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিতে পারব।’
এজেড/ এমএইচ