ঢাকা আবাহনীর পাঁচ ফুটবলার করোনা পজিটিভ

ঢাকা আবাহনীর পাঁচ জন ফুটবলার ও দু’জন স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। বৃহস্পতিবার ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালের পর ঢাকা আবাহনী তাদের ফুটবলারদের করোনা পরীক্ষা করায়।
শনিবার দুপুরে তার ফলাফল পেয়েছে। এতে ঢাকা আবাহনীর পাঁচ জন ফুটবলার ও দু’জন স্টাফ পজিটিভ হয়েছেন বলে জানা গেছে। ঢাকা আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের পাঁচ জন ফুটবলার পজিটিভ (হৃদয়, দীপক, রুবেল, আনাফ ও শীতল) হয়েছেন। তবে আমরা শঙ্কিত নই।’
১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে লিগ। এখনো ফিকশ্চার চূড়ান্ত করেনি ফুটবল ফেডারেশন। পাঁচ জন ফুটবলার পজিটিভ হলেও লিগ খেলা নিয়ে এখনো চিন্তিত নন আবাহনী কোচ, ‘যে পাঁচ জন আক্রান্ত তারা রিজার্ভ বেঞ্চের ফুটবলার। সোমবার আবার পরীক্ষা করাব। আশা করি আমরা লিগ খেলতে সমস্যা হবে না।’
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘তাদের শরীরে কোনো লক্ষণ নেই এবং কোনো সমস্যাও নেই। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ’
আক্রান্ত হওয়া পাঁচ ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সোমবার আবারও পরীক্ষা করা হবে তাদের।
এজেড/ এমএইচ