সিডনিতে বর্ণবাদের শিকার ভারতীয় ক্রিকেটাররা

চার টেস্টের সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ রয়েছে সমতায়। তৃতীয় টেস্টে সিডনিতে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচেই বর্ণবাদের শিকার হয়েছেন ভারতীয় অন্তত চারজন ক্রিকেটার।
দুই পেসার মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহসহ চারজনকে বর্ণবাদের আচরণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তৃতীয় দিনের খেলা শেষে সিরাজ, বুমরাহসহ ভারতের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আইসিসি ও ভেন্যুর নিরাপত্তা টিম কথা বলেছে বলেছেন।
এই ব্যাপারে ভারতীয় দল আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানিয়েছে কিনা সেটি জানা যায়নি। তবে মাঠ ছাড়ার আগে নিরাপত্তা দলের বুমরাহ ও সিরাজকে নিরাপত্তা দলের সঙ্গে কথা বলতে দেখা যায়। ম্যাচ রেফারি ডেভিড বুনসহ আম্পায়াররাও ভারতের ড্রেসিং রুমের দিকে গেছেন।
করোনাভাইরাসের নতুন পরিস্থিতির কারণে ১০ হাজার দর্শকের প্রবেশাধিকার আছে এসসিজিতে। দর্শকদের মন্তব্যও তাই স্পষ্ট শুনতে পাওয়া যায়। সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৭ রানে পিছিয়ে আছে তারা।
এমএইচ