‘বসুন্ধরা ফেরারি, আমরা টয়োটা’

বাফুফের নির্ধারিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি সাইফের বেলজিয়ান কোচ পল পুট ও অধিনায়ক রিয়াদুল হাসান রাফি। বিকালে রাজধানীর ফারস হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেছেন পল পুট। আলোচনার শুরুতে ফেডারেশনের সংবাদ সম্মেলনে অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
ফেডারেশন কাপে প্রথমবারের মতো ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব। ফাইনাল জিতে ইতিহাস তৈরির জন্য কতটুকু প্রস্তত সাইফ এই প্রশ্নের উত্তরে পল বলেন, ‘সেমিফাইনাল থেকেই তো ইতিহাস হচ্ছে। প্রথমবার সেমিতে এরপর ফাইনালে। আরেকটি ইতিহাস প্রত্যাশা করা যেতেই পারে।’
বসুন্ধরা কিংস অত্যন্ত শক্তিশালী দল। ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় বাজেট তাদের। শক্তিমত্তায় বসুন্ধরা তাদের চেয়ে এগিয়ে এই বিষয়ে দামী গাড়ির ব্র্যান্ডের সঙ্গে তুলনা করেছেন বেলজিয়ান কোচ, ‘ফেরারি গাড়ির সঙ্গে টয়োটার তুলনা হয় না। তারা হচ্ছে ফেরারি, চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল।’
বসুন্ধরা কিংসকে আদর্শ মনে করছেন সাইফ কোচ, ‘তারা বাংলাদেশের ফুটবলে একটি মান নির্ধারণ করেছে। সাইফ তাদের কাছাকাছি চলে আসছে। আশা করি সাইফ বসুন্ধরাকে অনুসরণ করবে।’
বসুন্ধরা কিংসকে কিছুটা এগিয়ে রাখলেও নিজেদের আশা ছাড়ছেন না সাইফ কোচ, ‘কোনো লক্ষ্যের জন্য অগ্রসর হতে হয় তখন সিংহের মতোই থাকতে হয়। সিংহ হতে গিয়ে বিড়াল হলে হবে না। আমার ফুটবলারদের সেই বার্তাই দিয়েছি।’
বসুন্ধরা কিংস সেমিফাইনাল খেলেছে ৭ জানুয়ারি। সাইফ স্পোর্টিং একদিন আগে খেললেও সাইফের কোচ বিশ্রাম ঘাটতির কথা বললেন, ‘একটি ম্যাচ থেকে আরেকটি ম্যাচে ৪-৫ দিন বিরতি থাকা দরকার। ক্লান্তি ফাইনালে ভর করতে পারে।’
সাইফের অধিনায়ক রিয়াদুল হাসান রাফি ম্যাচের আগে সেমিফাইনালে ভয়াবহ ইনজুরিতে পড়া আল আমিনকে স্মরণ করে বলেন, ‘আল আমিন আমাদের সঙ্গেই থাকতো এই সময়। এখন সে হাসপাতালে। তার জন্য হলেও আমরা ট্রফিটি জিততে চাই।’
এজেড / এমএইচ