টিকে থাকার লড়াইয়ের ম্যাচে ফিল্ডিংয়ে রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইতোমধ্যেই তিন দলের প্লে অফ খেলাটা নিশ্চিত হয়ে গেছে। বাকি আছে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই দুই দলের মধ্যে একটি দল যাবে প্লে অফে।
নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। এই ম্যাচ জিতলে তাদের প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
কিন্তু হারলেই তাকিয়ে থাকতে হবে ফরচুন বরিশালের দিকে। রাজশাহী হেরে গেলে এবং শনিবার বিকেলের ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে বরিশাল জিতে গেলে প্লে অফে পৌঁছে যাবে তারা।
এখনো পর্যন্ত সমান সাত ম্যাচ খেলে বরিশাল ও রাজশাহী পেয়েছে দুই জয়। তাদের পয়েন্টও সমান চার। তবে নেট রান রেটে কিছুটা এগিয়ে আছে রাজশাহী।
এমএইচ