মুস্তাফিজদের অনুশীলন শুরু রোববার, সৌম্যরা নামবেন আগামী শুক্রবার

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের জন্য আলাদা তিনটি স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট দল ইতোমধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা এখনো দেশে আছেন। তাদের অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি।
প্রস্তুতির ঘাটতি মেটাতে চলমান লকডাউনের মধ্যেই অনুশীলনে নামবেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনরা। যারা টেস্ট দলে জায়গা পাননি কিন্তু ওয়ানডে স্কোয়াডে আছেন, তারা অনুশীলন শুরু করবেন আগামী ৪ জুলাই (রোববার) থেকে। যারা শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের অনুশীলন শুরু হবে আগামী শুক্রবার অর্থাৎ ৯ জুলাই থেকে।
ঢাকা পোস্টকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যারা আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে, তারা ৪ জুলাই মিরপুরে অনুশীলন শুরু করবে। একইভাবে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটাররা অনুশীলন শুরু করবে ৯ জুলাই থেকে।’ সাদা বলে প্রস্তুতির জন্য ক্রিকেটারদের দেখভাল করবেন স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। সেই স্কোয়াডের ১৮ ক্রিকেটার এখন জিম্বাবুয়েতে আছেন। এরপর ১৬ জুলাই থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াডে যোগ দেবেন; নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
টেস্ট ও ওয়ানডেতে নেই কিন্তু টি-টোয়েন্টি স্কোয়াড ডাক পেয়েছেন এমন ক্রিকেটার আছেন পাঁচজন। তারা হলেন; সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ মেহেদী হাসান। তারা দেশ ছাড়বেন তৃতীয় ধাপে।
টিআইএস/এনইউ