ইতালিয়ান ছন্দকে ছাড়াতে পারবে বেলজিয়ামের সোনালি প্রজন্ম?

ইতালি বনাম বেলজিয়াম
ইউরো কোয়ার্টার ফাইনাল
বাংলাদেশ সময় রাত একটায়
সরাসরি : সনি টেন ২
সোনলি প্রজন্ম বলতে আসলে কী বোঝায়? উত্তর দেওয়া কঠিন। এক ঝাঁঁক তারকা ফুটবলার একই সময়ে পেয়ে যাওয়া? কিছুটা হয়তো। তবে বেলজিয়ামের এখনকার যে দল সেটি তাদের ইতিহাসেরই সেরা দল কি না তর্ক হতে পারে বরং সেটি নিয়ে। এই দলটাকেও থাকতে হবে শিরোপাহীন?
গত বিশ্বকাপে দারুণ সম্ভাবনাময় দলটার পথচলা থেমেছিল সেমিফাইনালে। এবারের ইউরোতে তাদের ফেবারিটদের তালিকায় রাখা হচ্ছে শুরু থেকেই। ফ্রান্স, জার্মানি, পর্তুগালের মতো হেভিওয়েটরা বাদ পড়ায় তাদের সম্ভাবনাটা বেড়েছে আরও। তবে কোয়ার্টার ফাইনালেই তাদের মুখোমুখি হতে হচ্ছে বড় চ্যালেঞ্জের।
রবার্তো মানচিনির অধীনে উড়তে থাকা ইতালিই কোয়ার্টারে বেলজিয়ামের প্রতিপক্ষ। গোছানো ফুটবল আর নিজেদের ঐতিহ্যগতভাবে দুর্দান্ত রক্ষণে তারা নজর কেড়েছে গত বছর দেড়েক ধরে। দারুণ খেলেছে ইউরোতেও। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে এসেছে তারা। শেষ ষোলোয় অস্ট্রেয়িাকে হারিয়ে তারা টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে।
তারা কী বলেন
ইতালি একদম প্রথম সেকেন্ড থেকে আক্রমণ করবে। তারা খুব গঠনশীল ও গতিশীল। সব খেলোয়াড়ই জানে তাদের দায়িত্ব কী। পর্তুগালের বিপক্ষে ম্যাচে যেমন হয়েছে, সাধারণত এমন শারিরীক ও তীব্র খেলা হয় না টুর্নামেন্টের এই পর্যায়ে এসে। সৌভাগ্যবশত আমরা রিকভারি ও প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছি।
রবার্তো মার্তিনেজ, কোচ, বেলজিয়াম
আমরা আমাদের নিজেদের খেলাটা খেলব। সবসময়ই যাদের বিরুদ্ধে খেলি তাদের সম্মান জানাই কারণ আমরা জানি তারা কতটা ভালো। এই টুর্নামেন্টে এখন অবধি কোনো সহজ ম্যাচ দেখা যায়নি। বেলজিয়াম বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু এতে খুব বেশি কিছু আসে যায় না, কারণ টুর্নামেন্টের এই পর্যায়ে সব ম্যাচই কঠিন।
রবার্তো মানচিনি, কোচ, ইতালি
ইতিহাস কী বলে
পরিসংখ্যানে বেলজিয়ামের চেয়ে এগিয়ে আছে ইতালি। ২৩ ম্যাচের ১৪টিতেই জয় পেয়েছে আজ্জুরিরা। বিপরীতে মাত্র পাঁচ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। সর্বশেষ ২০১৬ সালের ইউরোতে দেখা হয়েছিল দুই দলের। যেখানে ২-০ গোলের জয় পেয়েছিল ইতালিই।
একাদশ কেমন হতে পারে?
সম্ভাব্য একাদশ, বেলজিয়াম-
কর্তোয়া,
অ্যাল্ডারওয়েরেলর্ড, ভার্মেলেন, ভার্টনঝেন;
টি হ্যাজার্ড, উইটসেল, টেলিমেন্স, মিউনিয়ার;
অ্যাডেন হ্যাজার্ড/মার্টেনস, লুকাকু ও ক্যারাসকো/ডি ব্রুইনা।
সম্ভাব্য একাদশ, ইতালি -
ডোনারুম্মা,
ডি লরেন্স, বনুচ্চি, চিয়েলিনি, স্পিনাজজোলা;
বেরেলা, জোর্গিনহো, ভেরট্ট, চিয়েজা;
ইমোবাইল ও ইনসিগেন।
এমএইচ