প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন সাকিব-তামিমরা

দীর্ঘ প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। যার শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচদিনের ম্যাচের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ দলের প্রতিপক্ষ হিসেবে কারা থাকছে সেটি এখনো জানা যায়নি। টাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
টেস্ট সিরিজে জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যারা ইতোমধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছেন। সেখানে ১ দিন বিশ্রাম নিয়ে ১ ও ২ জুলাই নিজেদের মধ্যে অনুশীলন সেরে নেয় সফরকারীরা। আগামী ৩-৪ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচ।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট খেলবে একটি, এরপর তিনটি করে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৭-১১ জুলাই একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। এরপর শুরুর ওয়ানডে সিরিজের লড়াই। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডেগুলো খেলবে বাংলাদেশ।
২৩ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেদিন সিরিজের প্রথম ম্যাচ খেলে ২৫ ও ২৭ সিরিজের বাকি দুই ম্যাচে খেলবে দুই দল। আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে রওনা হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
টিআইএস/এমএইচ