মেসির স্কুলে আঁকা হলো তার বিশাল ছবি

বিশ্বে ফুটবল খেলাটা সম্পর্কে জানেন, অথচ লিওনেল মেসিকে চেনেন না। এমন কেউ কি আছেন? থাকার সম্ভাবনা অনেক কম, তবে থাকতেও পারেন। কিন্তু থাকলেও সংখ্যাটা যে নগণ্য, তা তো বলেই দেওয়া যায়। ফুটবল পায়ে নিজের কাড়িকুড়িতে মুগ্ধ করে সবার মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে গড়েছেন অসংখ্য কীর্তি, করেছেন । তবে ছোট্ট মেসির যাত্রাটা তো শুরু হয়েছিল আর্জেন্টিনার রোজারিও নামক ছোট্ট শহরে। সেখানকার ‘জেনারেল লাস হেরাস’ স্কুলে তিনি শুরু করেছিলেন নিজের শিক্ষা জীবনও।
এবার ওই স্কুলেই আঁকা হয়েছে মেসির বিশাল ছবি। ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘ভিনগ্রহ থেকে, আমাদের প্রতিবেশি হয়ে’। বিশেষ এই ছবিটি এঁকেছেন চার আর্জেন্টাইন আর্টিস্ট ফের লেরেনা, মাসি লেডেসমা, লিসান্দ্রো উরটেগা ও মার্লোন যুরিগা।
নিজের জীবনের খুব বেশি সময় অবশ্য আর্জেন্টিনা অথবা রোজারিওতে থাকা হয়নি মেসির। ছোটবেলাতেই হরমোনের সমস্যায় ভুগছিলেন তিনি। বাবা হোর্হে মেসি যোগাতে পারছিলেন না চিকিৎসার টাকা। হুট করেই হয়ে যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি। চলে যান স্পেনে। এরপর তিনি কী করেছেন, তা তো সবাই জানে!
"From another galaxy and from my neighborhood" In front of the school that Lionel Messi attended as a child in Rosario,...
Posted by Bleacher Report Football on Friday, July 2, 2021
এমএইচ