বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা দেবে সাকিবের ফাউন্ডেশন

করোনা মহামারি আতঙ্কে পুরো দেশ। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সময়ের সঙ্গে আরও বেশি জরুরি হয়ে পড়ছে অক্সিজেনসহ চিকিৎসা সরঞ্জাম।
এমন সময়ই এগিয়ে এসেছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের সংগঠন। মাস্তুল ও সাকিব আল হাসান ফাউন্ডেশন মিলে বিনামূল্যে অক্সিজেন, দাফন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছে তারা।
ফেসবুকে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজ থেকে লেখা হয়েছে, ‘জরুরী ভিত্তিতে বিনামূল্যে অক্সিজেন সেবা, দাফন সেবা ও এ্যাম্বুলেন্স সেবা পেতে কল করুন। 018 333 44 074। কেউ অক্সিজেন, এ্যাম্বুলেন্স ও দাফন সেবা থেকে বাদ যাবে না।’
বিষয়টি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়ে তারা আরও লিখেছে, ‘আপনার একটি শেয়ারে একজন মানুষের জীবন বাঁচতে পারে। নম্বরটি সংগ্রহে রাখুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। সাকিব আল ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন যৌথ ভাবে লাশ দাফন, অক্সিজেন সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আসছে।’
এমএইচ