মেসি-বুসকেটসের আরেক মাইলফলক

গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। সতীর্থ সার্জিও বুসকেটসও পিছিয়ে নেই। বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ৬০০তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
শনিবার রাতে ম্যাচের প্রথম একাদশে তার নাম থাকাতেই নিশ্চিত হয়ে যায় রেকর্ডের বিষয়টি, মাঠে নামার পর শেষ হয় আনুষ্ঠানিকতাও। তবে নিজের ৬০০তম ম্যাচের দিন দলের জয়েও বুসকেটস রেখেছেন বড় ভূমিকা। অ্যান্টোয়ান গ্রিজমানের উদ্বোধনী গোলের যোগানটা যে এসেছিল তারই পা থেকে।
মেসির মাইলফলক ছোঁয়ার মাহেন্দ্রক্ষণটি আসে ৪২ মিনিটে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে দশটি করে গোল করার কীর্তি গড়েন তিনি। ফ্রি কিক থেকে করা গোলটিতে আরও কীর্তি আছে তার। ক্লাব ক্যারিয়ারে এখন তার ফ্রি কিক গোলসংখ্যা দাঁড়াল ৪৮-এ, যার ফলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনেও ফেলেছেন আর্জেন্টাইন তারকা।
এদিকে ম্যাচটিতে খেলেই মাইলফলক ছোঁয়া বুসকেটস আছেন আরও এক মাইলফলকের সামনে। গ্রানাডার বিপক্ষে ম্যাচটি ছিলো তার ৩৯৬তম লা লিগা ম্যাচ। আর চারটি ম্যাচ খেললেই ছুঁয়ে ফেলবেন ৪০০তম গোলের মাইলফলকও।
বার্সেলোনার হয়ে আটটি লিগ শিরোপা, ছয়টি কোপা দেল রে আর তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। মূলত খেলা গড়ে দেয়ার দায়িত্ব থাকলেও কাতালানদের হয়ে লিগে করেছেন আটটি গোল, করিয়েছেন ২৫টি। ৬০০তম ম্যাচের মাইলফলক ছুঁলেও কাতালানদের হয়ে সর্বোচ্চ ম্যাচের কীর্তি ছুঁতে বুসকেটসকে খেলতে হবে আরও ১৬৭টি ম্যাচ। ৭৬৭ ম্যাচ খেলে যে চূড়ায় আছেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তবে তার রেকর্ডটি যে খুব বেশিদিন টিকবে তাও বলা যাচ্ছে না। ৭৫২ ম্যাচ খেলে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি।
এনইউ