পদকের ডিজাইন মনোনীত হলেই পুরস্কার ৫০,০০০ টাকা

৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন। আগস্ট মাসকে সামনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করবে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। এই লক্ষ্যে পুরস্কারের ক্রেস্টের ডিজাইনের দরপত্র আহ্বান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। দরপত্রে ক্রেস্টের ভিত্তি, ক্রেস্টের সাইজ, শেখ কামালের ছবিসহ যাবতীয় বিষয়াদি নকশা প্রণয়ন করে ১০ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। মনোনীত সেরা ডিজাইন প্রণেতাকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি ইতোমধ্যে সভা করে পুরস্কারের নীতিমালা প্রণয়ন করেছেন। তাই আগামী ৫ আগষ্টে পুরস্কার প্রদানের জন্য প্রয়োজনীয় কর্মতৎপরতা শুরু করেছে আয়োজক ক্রীড়া পরিষদ। এক মাসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন, যাচাই-বাছাই ও অনুমোদন বেশ কষ্টসাধ্য।
শেখ কামালের নামে প্রথম পুরস্কার ৫ আগস্ট বা আগস্টের মধ্যে না দিতে পারলেও পরবর্তী বছর থেকে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনেই পুরস্কার প্রদানের ব্যাপারে বদ্ধ পরিকর জাতীয় ক্রীড়া পরিষদ।
চলতি বছর থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদকের নতুন নামকরণ করা হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পদক পুরস্কার। ১৯৮১ সালে চালু হওয়া এই পদক সর্বশেষ দেয়া হয় ১৯৯১ সালে। ১৯৯২ সালে ঘোষণা করেও পদকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়নি।
এজেড/এটি/টিআইএস