ঢাকার বুকে বঙ্গবন্ধু ম্যারাথন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকার বুকে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। যাতে অংশ নিচ্ছেন দুই শত দৌড়বিদ। রোববার সকাল ছয়টায় এর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।
বাংলাদেশ তো আছেই, ঢাকার বুকে এই ম্যারাথনে অংশ নিতে রানাররা ছুটে এসেছেন ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেথো ও স্পেন থেকে।
রোববার সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী এর উদ্বোধন ঘোষণা করেন। সে সময়ে তিনি বলেন, ‘পুরো বিশ্বে এখন পর্যন্ত বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এ আয়োজন একটা মাইলফলক হয়ে থাকবে।’
ম্যারাথনের আয়োজনের পেছনে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ম্যারাথন উদ্বোধনকালে তাদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনটি হয়েছে তিনটি বিভাগে। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন এই তিন ক্যাটাগরিতে লড়ছেন দৌড়বিদরা। ৪২.১৯৫ কিলোমিটার দীর্ঘ ফুল ম্যারাথনে দেশি-বিদেশি ১০০ জন দৌড়বিদ লড়েছেন। আর ২১.০৯৭ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন ১০০ জন দৌড়বিদ।
সবাইকে পেছনে ফেলে হাফ ম্যারাথনে প্রথম হয়েছে কেনিয়ার এডিউন, দ্বিতীয় হয়েছে বাহারাইনের তাউহিদ, তৃতীয় হয়েছে স্পেনের আলফাজ আজিজ। এদিকে ফুল ম্যারাথনে প্রথম হয়েছেন মরক্কোর হিসাম।
বিদেশি রানারদের মধ্যে ১৭ জন লড়েছেন ‘এলিট’ শ্রেণিতে, আর ১২ জন দৌড়েছেন ‘সাব এলিট’ শ্রেণীতে। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের সাধারণ দৌড়বিদদের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও এ ম্যারাথনে অংশ নিয়েছেন।
ভোর সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যারাথন আর্মি স্টেডিয়াম থেকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে ঢুকে হাতিরঝিলে। সেখানে দুইবার প্রদক্ষিণ করে ইতি ঘটে ম্যারাথনের। ফুল ম্যারাথনে রানারদের প্রদক্ষিণ করতে হয় আরও পাঁচবার।
হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই ম্যারাথনের। সেখানে উপস্থিত থাকবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
এনইউ/এটি