উইকেট নিয়ে ‘লুকোচুরি’তে আক্ষেপ মুমিনুলের

আগের দিনই বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, উইকেট নিয়ে ‘লুকোচুরি’ করছে হারারে স্পোর্টস ক্লাব মাঠের গ্রাউন্ডসম্যানরা। উইকেটের চরিত্র কেমন হবে দেখতে দেওয়া হচ্ছে না তাদের। আগামীকাল (বুধবার) একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজও (মঙ্গলবার) অনুশীলনের আগে দেখতে দেওয়া হয়নি উইকেট।
উইকেট না দেখে সিদ্ধান্তহীনতায় পড়েছে টাইগাররা। একাদশ কেমন হবে, কারা খেলবেন, কজন বোলার থাকবে সে সব এখনো চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে এসব কথাই শোনালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
মুমিনুল জানালেন, ‘আসলে আমরা এখনও উইকেট দেখতে পারি নাই। আজকে দেখলে এ ব্যাপারে কিছু বলতে পারব। উইকেট না দেখে আসলে এ ব্যাপারে কোন কিছু বলা ঠিক না।’
সাকিব আল হাসান না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ৩ জন করে পেসার খেলিয়েছিল টাইগাররা। এবার সাকিব ফিরেছেন, তবে জিম্বাবুয়ের উইকেট তুলনামূলক স্পিনের থেকে পেসারদের জন্য সহায়ক বেশি। সে ক্ষেত্রে কেমন হবে একাদশ? ব্যাটসম্যানই বা কজন খেলবেন? উইকেট দেখতে না পারায় কোনও জবাবই যেন নেই অধিনায়ক মুমিনুলের কাছে।
বাংলাদেশ অধিনায়কের ব্যাখ্যা, ‘আসলে উইকেট না দেখে তো বলা কঠিন। কিন্তু যখন খেলেছিলাম, সাত-আট বছর আগে তখন দেখেছিলাম পেসাররা খুব ডমিনেট করেছে। শেষ দু-একটা সিরিজে জিম্বাবুয়ে এই উইকেটে পেসার-স্পিনাররা সবাই ডমিনেট করেছে বা সুবিধা পেয়েছে। কিন্তু এখন উইকেট না দেখে কিছু বলাটা কঠিন।’
সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘বেশিরভাগ সময় এটা নির্ভর করে কন্ডিশনের ওপর। বাংলাদেশে আমরা স্পিনার বেশি খেলাই বিদেশে পেসার বা ব্যাটসম্যানরা বেশি থাকে। এটা নির্ভর করে কন্ডিশন ও উইকেটের ওপর, ৫ বা ৪ বোলারের সঙ্গে ৬ বা ৭ ব্যাটসম্যান হতে পারে দল।’
টিআইএস/এটি