আবারও আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান

মাসকয়েক আগেই রশিদ খান একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে জানিয়েছিলেন অধিনায়কত্বকে বেশ ভয় তার, পাছে পারফর্ম্যান্সে ভাটা পড়ে! সেই রশিদ খানকেই কিনা আবারও তুলে দেওয়া হলো দলের অধিনায়কত্ব। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে তাকে। ডেপুটি হিসেবে পেয়েছেন নাজিবউল্লাহ জাদরানকে।
মাসদুয়েক আগে আফগান দলের অধিনায়কের মিউজিকাল চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় আসগর আফগানকে। তখন হাশমত উল্লাহ শাহিদি পান টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বভার। কিন্তু তখন ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে নিজেদের অধিনায়কের নাম জানানো হয়নি আফগান বোর্ডের পক্ষ থেকে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এবার দায়িত্ব এসে পড়েছে রশিদের কাঁধে। তবে তার এই অধিনায়কত্বের দায়িত্ব নতুন কিছু নয় মোটেও। এর আগে ২০১৯ সালে এই টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু, এরপর তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পান তিনি।
তবে আচমকা পাওয়া এই নেতৃত্বে কাজ খারাপ করেননি এই লেগস্পিনার। তার অধীনে আফগানরা খেলেছে সাতটি টি-টোয়েন্টিতে, যার মধ্যে জিতেছিল ৪টিতেই। যার মধ্যে আছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর কীর্তিও। এরপরেও নেতৃত্ব পাওয়ার আট মাসের মধ্যেই তা কেড়ে নেওয়া হয় তার থেকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও অধিনায়কের গুরুদায়িত্বটা বর্তেছে তার কাঁধে।
এনইউ