সৌম্য-লিটনের ফিফটিতে চট্টগ্রামের সংগ্রহ ১৭৫

ম্যাচ হারলে অনেকটা অনিশ্চিতই হয়ে যাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্লে অফ খেলা। এমন ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের ফিফটিতে রাজশাহীর সামনে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।
আগের ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে একাদশে ফেরেন চট্টগ্রাম ওপেনার লিটন দাস। ফিরেই ফিফটি হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গী সৌম্য সরকারও ফিফটি তুলে নিয়েছেন। উদ্বোধনী জুটিতেই তারা তুলেছেন ১২২ রান।
৩ চার ও ৪ ছক্কায় ৪৮ বলে ৬৩ রান করে সৌম্য ও ৫ চার এবং ১ ছক্কায় ৪৩ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরত যান লিটন দাস। এই দুই জনের বিদায়ের পর কিছুটা স্থির হয়ে পড়েছিল চট্টগ্রামের ইনিংস। তবে শেষদিকে সামসুর রহমান শুভর ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ১৭৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।
রাজশাহীর হয়ে ৩ ওভার ৩ বল করে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন আনিসুল ইসলাম ইমন।
এমএইচ