ব্রাজিলিয়ান সাংবাদিকের প্রশ্নের উত্তরই দিলেন না আর্জেন্টিনা কোচ

অবশেষে কাঙ্ক্ষিত সেই ফাইনাল। ১৪ বছর পর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেলেসাওদের ফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই। বুধবার কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে ফাইনাল নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার।
সেমিফাইনাল শেষেই যেন ফাইনালে তুুমুল লড়াইয়ের আগাম আভাস দিয়ে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচশেষে বাংলাদেশ সময় বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই তার উদ্দেশ্যে ব্রাজিলিয়ান এক সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দেন। যার জবাবও দেননি স্ক্যালোনি।
সাংবাদিকের প্রশ্নটি ছিল এমন, ‘১৯৯৩ সালের পর আর্জেন্টিনা আর কোনো শিরোপা জেতেনি। সেটাও ছিল কোপা আমেরিকায়। মানে গ্যারিঞ্চায় আপনারা অপরাজিত ছিলেন, এখন ফাইনাল হবে মারাকানা স্টেডিয়ামে। যেখানে ২০১৪ সালে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হেরেছিলেন আপনারা।’
‘আপনি কি সেই স্মৃতি ভোলাতে এবং আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম শিরোপা জিততে তৈরি? সেটাও আবার ব্রাজিলে মাটিতে তাদের বিপক্ষে?’
এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনির জবাব ছিল, ‘হাহ! আপনি ব্রাজিলিয়ান সাংবাদিক, তাই না? এটাই সবকিছু বলে দিচ্ছে...শুভ সন্ধ্যা’। এতটুকুতেই নিজের উত্তর শেষ করেন তিনি। ফাইনালে যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করতেই তারা নামবেন, সেটিই কি স্মরণ করিয়ে দিলেন আর্জেন্টিনা কোচ?
এমএইচ/এটি