বাংলাদেশের ফুটবলাররা মেসি-নেইমারে বিভক্ত

সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই জাতীয় ফুটবলাররাও ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত। কেউ আর্জেন্টিনা আবার কেউ ব্রাজিল। আর্জেন্টিনা টাইব্রেকারে ফাইনাল নিশ্চিত করায় হাফ ছেড়ে বাঁচছেন জাতীয় দলের সহ-অধিনায়ক ও আবাহনীর অধিনায়ক মিডফিল্ডার সোহেল রানা, ‘আর্জেন্টিনার সমর্থক আমি ছোট বেলা থেকে। মেসির হাতে ট্রফি উঠুক এটা চাই। কলম্বিয়া অনেক প্রতিদ্বন্দ্বীতা করলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলছে।’
আগের সেমিফাইনালে জিতে ব্রাজিল আগেভাগে ফাইনালে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আর্জেন্টিনাকে ফাইনালে চেয়েছিলেন। বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ছোট বেলা থেকে ব্রাজিলের সমর্থক। তার একটাই চাওয়া তারা নিজেদের মাটিতে কোপা জিতুক।
জামালের মতো পাড় ব্রাজিল সমর্থক মাসুক মিয়া জনি। তিনি নেইমারের হাতে ট্রফি দেখতে চান, ‘নেইমার এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। ব্রাজিল এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে যোগ্য দল। তাদেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত।’
অন্যদিকে সাদ উদ্দিন,আশরাফুল ইসলাম রানা আর্জেন্টিনার সমর্থক। তাদের চাওয়া ব্রাজিল থেকে কাপ নিয়ে ফিরবে মেসি। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ আহসান এমিলিও আর্জেন্টিনার সমর্থক। তার চাওয়া মেসি অন্তত একটা কোপা জিতুক।
জাতীয় দলের স্ট্রাইকার নবীব নেওয়াজ জীবন ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে রয়েছেন। বাড়িতে বসে কোপা ইউরো দেখে সময় কাটাচ্ছেন। তিনি চান মেসির হাতেই উঠুক শিরোপা, ‘ইনজুরির জন্য মাঠের বাইরে। মানসিকভাবে অস্বস্তিতে, আর্জেন্টিনা শিরোপা জিতলে একটু স্বস্তি পাব।’
জাতীয় দলে অভিষিক্ত ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী ইউরো কাপে ফিনল্যান্ড হলেও কোপায় সেভাবে ব্রাজিল বা আর্জেন্টিনা কোন দলকে সমর্থন করেন না। জাতীয় দল ও ঘরোয়া ফুটবলে খেলা বর্তমান ফুটবলারদের মধ্যে ল্যাতিন আমেরিকার দুই দলের সমর্থন সমানে সমান। ১১ জুলাইয়ের ফাইনালে জামাল ভূঁইয়া না সোহেল রানার মুখে হাসি ফুটবে -এর উত্তর সময়ই বলে দেবে।
এজেড/এটি/এমএইচ