ক্যারিয়ারে প্রথম অর্ধশতক ছুঁলেন তাসকিন

বল হাতে তাসকিন আহমেদ কত অবদান রেখেছেন বাংলাদেশের জয়ে। এবার ব্যাট হাতেও রাখলেন কৃতিত্বের স্বাক্ষর। জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহকে দিয়েছেন যোগ্য সঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে হারারে স্পোর্টস ক্লাব মাঠে তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতকও।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাসকিন আহমেদের। এরপর টাইগারদের জার্সিতে কঠিন পথ পাড়ি দিয়েছেন এই পেসার। চোটের সঙ্গে অফ ফর্ম, দল থেকে বাদ পড়ে আবার ফিরেছেন। দিয়েছেন লড়াইয়ের বার্তা। জিম্বাবুয়ের বিপক্ষে চলমাত্র একমাত্র টেস্টে টাইগাররা আগে ব্যাট করতে নেমে বিপদে পড়লে দশম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে হাল ধরেন তাসকিন। অনবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, এর আগে স্বীকৃত কোনও ক্রিকেটেই ফিফটি ছিল না তাসকিনের। এটি তার প্রথম পঞ্চাশ ছাড়ানো ইনিংস।
টেস্টের প্রথম দিনে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে পথ হারিয়েছিল সফরকারীরা। সেখান থেকে মাহমুদউল্লাহ আর লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। পরে লিটন আউট হলে পরেই বলেই শূণ্য হাতে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে দলের হাল ধরেন তাসকিন। অনবদ্য ব্যাটিংয়ে দৃষ্টিনন্দন সব শটস খেলে পুরোদস্তুর ব্যাটিং বনে যান তিনি। পরে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে ব্যাট হাতে প্রথম ফিফটির স্বাদ নেন তিনি।
নবম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন অবিচ্ছেদ্য ১৩৪ রানের পার্টনারশিপ। তাসকিনের ফিফটি করার আগেই অবশ্য দীর্ঘ ১৬ মাস পর টেস্ট খেলতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ।
টিআইএস/এটি