তাসকিনের নাচে উত্তেজিত মুজারাবানি, ফেসবুকে ভিডিও ভাইরাল

হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেয়েছে হারারে টেস্ট। আগের দিন ব্যাট হাতে এক কথায় হতাশই করেছিলেন ব্যাটসম্যানরা। লিটন দাস স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৯৫ রান না তুললে বিপাকে পড়ত বাংলাদেশ। সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদও লড়লেন। বৃহস্পতিবার টেস্টের ২য় দিনের সকালটা সেই রিয়াদ খেলেছেন মাথা উঁচু করে। সঙ্গে চমক তাসকিন আহমেদের ব্যাটিং! এরইমধ্যে এক খন্ড নাটকও হয়ে গেলো হারারে স্পোর্টস ক্লাব মাঠে!
তখন ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বল। ব্লেসিং মুজারাবানি বল হাতে। তারই একটা বাউন্সার ছেড়ে দিলেন ব্যাটসম্যান তাসকিন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এক পলকে দেখার মতো সেই দৃশ্য।
কিন্তু এরপরই ঘটল আরেক কাণ্ড! তাসকিনের সেই নাচ পছন্দ হলো না মুজারাবানির! তিনি এগিয়ে আসলেন তাসকিনের দিকে। তারপর লেগে গেল ঝগড়া। হেলমেট একদম মুজারাবানির মুখে লাগিয়ে তাকে শাসিয়ে দিলেন তাসকিন। যা দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ফেসবুকে অনেকে এটিকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন! এ নিয়ে হাস্যরসও হচ্ছে বেশ। অবশ্য টেলিভিশনের পর্দায় দেখে ঠিক আঁচ করা গেলো না কী কথা হয়েছে তাসকিন-মুজারাবানির! তবে কথার যুদ্ধটা যে জমেছে তা বলাই যায়!
এটি/এনইউ