পাবজি খেলে অবসর কাটাচ্ছেন তামিম

সব ঠিক থাকলে জিম্বাবুয়ে বিপক্ষে মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকার কথা ছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। তবে জিম্বাবুয়ে সফরে গিয়েও চোটের কারণে একমাত্র টেস্টে দলের জার্সি গায়ে চাপাতে পারেননি তামিম। সতীর্থরা লড়ছেন প্রতিপক্ষ বধে। অবসর সময়ে তাই পাবজি মোবাইল গেমসে বুদ হয়ে আছেন তামিম।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন তামিম। সেখানে একটি মোবাইল হাতে তাকে গেম খেলতে দেখা যায়। সে ছবিতে তামিম লিখেছেন, মজাদার পাবজি মোবাইল গেমস খেলছেন তিনি।
টেস্ট ম্যাচ না খেললে তিনি ওয়ানডে সিরিজে ফিরতে পারেন। এজন্য এখনো জিম্বাবুয়েতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আছেন তামিম। টেস্ট না খেলায় হাতে অখণ্ড অবসর, সেটিই উপভোগ করছেন টাইগার ড্যাশিং ওপেনার।
মূলত হাঁটুর চোটে ভুগছেন তামিম। এটি বেশ পুরোনো ইনজুরি তার। সেখানে নতুন করে ব্যথা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে। সেই চোট নিয়েই জিম্বাবুয়ে গিয়েছেন তামিম। জিম্বাবুয়েতে শুরুর দুই দিন হালকা অনুশীলন করার পর দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন। এর পর ব্যথার মাত্রা আরও বেড়ে গেছে। বর্তমান যে অবস্থা তাতে ৮ থেকে ১২ সপ্তাহ বিশ্রাম নিতে হবে তামিমকে।
তামিমের এই চোটের জন্য অপারেশনের প্রয়োজন নেই। বিশ্রামই একমাত্র ওষুধ। তবুও নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে যোগাযোগ করছেন তামিম। স্ক্যানের কপি পাঠিয়েছেন ইয়াংকে। সব দেখে ইয়াং পরামর্শ নিয়েছেন পূর্ণ বিশ্রামের। এমন কি জিম্বাবুয়ে সফরের কোনও ম্যাচে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে তামিমকে।
তবে দলীয় সূত্র থেকে জানা গেছে, ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় অন্তত এই সিরিজটি খেলতে চাইছেন তামিম। টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে না তাকে।
টিআইএস/এনইউ