ব্রাজিল ডিফেন্ডারকে ঘুমের ওষুধ খাইয়ে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা

ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আলোচনা-সমালোচনা, চায়ের কাপে ঝড়। কোপা আমেরিকার ফাইনালে রোববার আবারও মুখোমুখি হবে দুই দল। তার আগে কথার লড়াই চলছে, সঙ্গে পাল্লা দিয়ে চলছে সাবেকদের স্মৃতি রোমন্থনও। এমনই এক মুহূর্তে আলোচনায় উঠে এসেছে ১৯৯০ বিশ্বকাপের একটি বিতর্কিত ঘটনা। যা ফুটবল অভিধানে পরিচিত ‘দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল’ নামে।
সেবার শেষ ষোলর ম্যাচেই মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা আগের বিশ্বকাপের শিরোপাজয়ী, আর ব্রাজিল ছিল সেবারের অন্যতম ফেভারিট। তবে সে বিশ্বকাপটা ভালো যাচ্ছিল না আর্জেন্টিনার। নিজেদের গ্রুপ থেকে তৃতীয় সেরা দল হিসেবে এসেছিল নকআউটে, আর ব্রাজিল এসেছিল তিন ম্যাচের তিনটিতেই জিতে।
সে ম্যাচে রাইট উইংয়ে থাকা দিয়েগো ম্যারাডোনাকে আটকানোর দায়িত্ব ছিল ব্রাজিল লেফট ব্যাক ব্র্যাঙ্কোর। বিরতির কিছু আগে আর্জেন্টাইন খেলোয়াড় পেদ্রো থ্রলিগো আহত হন, ফলে তার চিকিৎসায় মাঠে আসতে হয় ফিজিওকে। সেই ফিজিওর কাছেই পানি চান ব্র্যাঙ্কো। আর ফিজিও তার হাতে তুলে দেন পানি। বিরতির পর খেই হারিয়ে ফেলেন ব্র্যাঙ্কো, তার পাশেই খেলা ম্যারাডোনা যার ফায়দা তোলেন। বিরতির পর দশম মিনিটে তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে তার বাড়ানো বলেই ক্লদিও ক্যানিজিয়ার গোলে জেতে আর্জেন্টিনা, ব্রাজিল বিদায় নেয় শেষ ষোল থেকেই। আর আর্জেন্টিনা সেবার পৌঁছে গিয়েছিল ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা অবশ্য জিততে পারেনি ম্যারাডোনার দল।
এরপর ব্রাজিল অভিযোগ তোলে, আর্জেন্টাইন ফিজিওর পানিতে মেশানো ছিল ঘুমের ওষুধ, যা খেয়েই খেই হারিয়েছেন ব্র্যাঙ্কো। বিরতির পর চেনা রূপে খেলতে পারেননি, যারই ফলে ম্যারাডোনা দেখিয়েছেন তার জাদু।
আর ওই গোলেই নব্বইয়ের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় ব্রাজিলের। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। ব্রাজিলের এই অভিযোগকে তখন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ কার্লোস বিলার্দোও অস্বীকার করেছিলেন বিষয়টা। এমনকি ফিফাও সে বিষয়ে কথা বলেনি আর, এরপর থেকে ফুটবল ইতিহাসে তা স্মরণীয় হয়ে ছিল ‘দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল’ নামে।
ঘটনা সেখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু ১৫ বছর পর এ ঘটনার সত্যতা জানান খোদ ম্যারাডোনা। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে ব্রাজিল। আর্জেন্টাইনদের বড় শাস্তিও কামনা করেন ১৯৯০ বিশ্বকাপে ব্রাজিলের কোচ সেবাস্তিও লাজারনি।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা দল যে নোংরা আর অপেশাদার, এখানে ম্যারাডোনার স্বীকারোক্তিতে তারই প্রমাণ মিলল। কোচ বিলার্দো আর সেই ফিজিওকে এখনই শাস্তি দেওয়া উচিত ফিফার। ১৫ বছর পার হয়ে গেছে, তার পরেও। শাস্তি যদি না-ই হয়, তাহলে এমনটা যে আবারও হবে না তার নিশ্চয়তা কে দিচ্ছে?’
এনইউ