ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের উত্তেজনায় তারাও

ব্রাজিল আর্জেন্টিনার কোপার ফাইনাল নিয়ে শুধু জামাল ভূঁইয়া-মামুনুল ইসলামরা নয় রোমান সানা-মাবিয়া আক্তার সীমান্তরাও রোমাঞ্চিত। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় খেলা। বাংলাদেশের অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরাও কোপা ও ইউরো দেখছেন নিয়মিত।
১৬ জুলাই টোকিও অলিম্পিকের জন্য বিমানে উঠবেন রোমান সানা। সকাল-বিকেল অনুশীলনের পাশাপাশি ব্রাজিলের খেলা মিস করেন না দেশসেরা এই আরচ্যার। তিনি চান নেইমারের হাতে উঠুক শিরোপা, ‘আমি আরচ্যারি জগতে আশার আগে থেকেই ফুটবলে ব্রাজিলের সমর্থক। সেই রোনালদো, কাফু, রোনালদিনহোর সময় থেকে ব্রাজিল সমর্থন করি। এখনো সেই সমর্থন আছে।’
রোমানের মতো দেশ সেরা আরচ্যার মাবিয়া আক্তার সীমান্তও ব্রাজিলের সমর্থক, ‘ফুটবলে আমার পছন্দ ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হারের পর অনেকে টিপ্পনী কাটলেও ব্রাজিলের প্রতি আমার সমর্থন আছে।’
সীমান্ত,রোমানের মতো দেশের হকির বড় তারকা রাসেল মাহমুদ জিমিও ব্রাজিলের সমর্থক, ‘যখন বুঝতে শিখলাম, তখন থেকেই ব্রাজিলের সমর্থক। রোনালদো, রবার্তো কার্লোসদের খেলা দেখেছি। ভালো লাগত। এবারও ব্রাজিল ফেভারিট।’
দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারও ব্রাজিলের সমর্থক, ‘আগে কাকার খেলা দেখতাম। এখন নেইমারকে ভালো লাগে। রিও অলিম্পিক গেমসে যখন গিয়েছিলাম, তখনও ওদের খেলা দেখেছি। তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেরা ব্রাজিল।’ সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ব্রাজিলের সমর্থক। তিনি চান ব্রাজিল জিতুক কোপার শিরোপা।
মেসির আর্জেন্টিনারও সমর্থন রয়েছে অনেক। ভলিবলে তারকা খেলোয়াড় সাঈদ আল জাবির। তিনি আর্জেন্টিনার সমর্থন প্রসঙ্গে বলেন, ‘আমার পরিবারের সবাই আর্জেন্টিনার সাপোর্টার। স্কুল জীবন থেকে পরিবারের সঙ্গে এই দলটিকে সমর্থন করে আসছি।’
দুই বার অলিম্পিকে খেলা সাতারু মাহফজিুর রহমান সাগর আর্জেন্টিনার সমর্থক। তিনি মেসিকে পছন্দ করেন, ‘মেসি বর্তমান সময় তো বটেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার খেলা মনোমুগ্ধকর। আশা করি এবার মেসি শিরোপা জিতবে।’
সাফ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার শাকিল আহমেদ আর্জেন্টিনার সমর্থক। এক সাফ গেমসে দুই স্বর্ণ জেতা সাতারু মাহফুজা খাতুন শিলার ফুটবলে পছন্দের দল মূলত জার্মানি। কোপায় তার পছন্দ আর্জেন্টিনার দিকেই।
জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি আর্জেন্টিনার কট্টর সমর্থক। মেসির হাতে উঠুক কোপার শ্রেষ্ঠত্ব এটাই তার চাওয়া, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। যখন খুব ছোট তখন থেকেই ম্যারাডোনার নাম শুনে আসছি। এত বেশি শুনেছি যে, আর্জেন্টিনার সমর্থক হয়ে যাই। এবারের কোপায় মেসি দুর্দান্ত খেলছে। খুব করে চাই মেসি শিরোপা জিতুক।’
এজেড/এমএইচ