অধিনায়ক ও সাকিব ভাই বলেছেন রান আটকাতে : মিরাজ

হারারে টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ দল। তবে দিনের শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের জন্য। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছিলেন না সফরকারী বোলাররা। তবে হাল ছাড়েননি মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানরা। রান আটকে স্বাগতিক ব্যাটসম্যানদের ভুল শট খেলাতে বাধ্য করেছেন তারা। এতে ইতিবাচক ফল মিলেছে।
তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘উইকেটে গতি কম, ফ্লাট ছিল, স্পিনারদের জন্য কঠিন। আমরা এক জায়গায় বল করে রান আটকানোর চেষ্টা করেছি। আর চেষ্টা করেছি ওদের ভুল করাতে। ওরা যেন ভুল করে আউট হয়ে যায়, এই অপেক্ষায় ছিলাম। এটা স্পিনারদের কাজে লেগেছে।’
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেননি বাংলাদেশি বোলাররা। সে সময় ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে সাকিব-মিরাজের ঘূর্ণিতে পরাস্থ হয়ে মাত্র ৫১ রানে শেষ ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে।
মিরাজ জানালেন, ‘ওদের জুটি বড় হয়ে যাচ্ছিল। লাঞ্চের পর যারাই বল করেছি, স্পিনার এবং পেসার, ভালো বল করেছি। এক সেশনে ৩৫ রানের মতো দিয়ে ৩ উইকেট পেয়েছি। আমাদের জন্য এই জিনিসটা ভালো ছিল। আর আমাদের প্রতি বার্তা এটাই ছিল, অধিনায়ক বারবার এটাই বলছিলেন- উইকেট আসুক বা না আসুক আমরা যেন রান নিয়ন্ত্রণে রাখি। সাকিব ভাইও একই কথা বলছিল।’
এদিন জিম্বাবুয়ে মাত্র ২৭৬ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন মিরাজ। ৮২ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নেন তিনি। এটি মিরাজের টেস্ট ক্যারিয়ারের অষ্টমবারের মতো ৫ উইকেট পাওয়ার কীর্তি। দেশের বাইরে দ্বিতীয়বারের মতো।
ব্যক্তিগত সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মিরাজ, ‘অনেকদিন পর বিদেশের মাটিতে ৫ উইকেট পেয়েছি। অনেকদিন ধরে ২-৩ উইকেট পাচ্ছি কিন্তু ৫ উইকেট পাইনি। ৫ উইকেট প্রাপ্তি একজন বোলারকে আত্মবিশ্বাস দেয়। দেশের বাইরে ৫ উইকেট তো আরও আত্মবিশ্বাস দেয়। ভালো লাগছে।’
টিআইএস