ওই ঘটনায় শাস্তি পেলেন তাসকিন-মুজারাবানি

তাসকিন আহমেদ আর ব্লেসিং মুজারাবানি কি খুব বেশি কিছু করে ফেলেছিলেন? পরিস্থিতি অবশ্য ততটাও উত্তপ্ত ছিল না। একজন সমর্থক বলতেই পারেন, বেশ উপভোগ্য। তবে দুজনের ‘ঠোকাঠুকি’ পছন্দ করেননি হারারে টেস্টের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা অ্যান্ডি পাইক্রফট। তার লিখিত অভিযোগের ভিত্তিতে তাসকিন-মুজারাবানি দুজনকেই জরিমানা করেছে আইসিসি।
তাসকিন ও মুজারাবানির বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এতে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হবে দুজনকেই। সাথে দু’জনই পেয়েছেন ১টি করে ডিমেরিট পয়েন্ট। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ঘটনাটি চলমান জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ও বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারে মুজারাবানি বাউন্সার ছোড়া চতুর্থ বলটি না খেলে ছেড়ে দেন ব্যাটসম্যান তাসকিন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বিষয়টা ভালো লাগেনি মুজারাবানির। কারণ আগের বলেই তাসকিন দৃষ্টিনন্দন অফ ড্রাইভে বাউন্ডারি মারেন।
তাসকিনের সেই নাচ পছন্দ না হওয়ায় তার দিকে এগিয়ে এলেন মুজারাবানির। তারপর লেগে গেল ঝগড়া। হেলমেট একদম মুজারাবানির মুখে লাগিয়ে তাকে শাসিয়ে দিলেন তাসকিন। যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
টিআইএস