আমার মতে ম্যাচ হবে ফিফটি-ফিফটি

লাতিন আমেরিকার সেরা দুই দলের ফাইনাল। গোটা ফুটবল বিশ্বের নজর থাকবে এই ম্যাচের দিকে। ব্রাজিল স্বাগতিক হলেও স্টেডিয়ামে সমান সংখ্যক দর্শক হওয়ায় হওয়ায় বাড়তি কোনো সুবিধা পাচ্ছে না।
আমার মনে হয় ফাইনালে মূল লড়াইটি হবে ব্রাজিলের রক্ষণভাগ ও আর্জেন্টিনার আক্রমণ ভাগের মধ্যে। আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে মেসি। বিশ্বমানের ফুটবলারের দিনে যে কোনো কিছুই হতে পারে।
তবে মেসিকে নিয়ে অভিজ্ঞ কোচ তিতে নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা করবেন। মাঠের ১২০ গজের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান হলেও টেকনিক্যাল এরিয়াতে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকবে বলেই আমার বিশ্বাস। আর্জেন্টাইন কোচের তুলনায় তিতে অনেক অভিজ্ঞ। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোচরা বড় ভুমিকা রাখেন। তিতের চালগুলো ম্যাচের গতি প্রকৃতি বদলে দিতে পারে।
টেকনিক্যাল এরিয়াতে ব্রাজিল যেখানে এগিয়ে আবার কম্বিনেশনে আর্জেন্টিনা এগিয়ে। জেসুস না থাকায় ব্রাজিলের কম্বিনেশন ঠিক মতো হচ্ছে না। ফাইনালেও থাকবে না জেসুস।
ফলে কম্বিনেশন সংকট নিয়ে মাঠে নামবে ব্রাজিল। আর্জেন্টিনা অন্য দিকে কম্বিনেশনে স্বয়ংসম্পুর্ণ। সব কিছু মিলিয়ে ম্যাচটি ফিফটি ফিফটি। ফুটবল বিশ্ব একটি প্রতিদ্বন্দ্বিতামুলক ও উপভোগ্য ম্যাচ দেখবে সেই প্রত্যাশা রইল।
