সালাউদ্দিনের বিশ্লেষণে ইতালি-ইংল্যান্ড ফাইনাল

কোপা আমেরিকা ও মেসির সাফল্য গাথা নিয়ে চলছে আলোচনা। কয়েকঘন্টা পর শুরু হবে ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াই। এই লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ড প্রথমবারের মতো খেলবে আর রবার্তো মানচিনির ইতালি নামবে শিরোপা পুনরুদ্ধারে।
বাংলাদেশের ফুটবলের অন্যতম কিংবদন্তি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ইউরোর দুই ফাইনালিস্ট নিয়ে বিশ্লেষণ দিয়েছেন। তিনি দুই দলের মধ্যে শক্তির তারতম্য একদম দেখছেন না, ‘ইংল্যান্ড ও ইতালির মধ্যে শক্তির তেমন পার্থক্য নেই। এক সময় ইতালি ছিল রক্ষণনির্ভর দল। কিন্তু এখন তারা যেমন রক্ষণ, তেমন আক্রমণ। এটা ভিন্নরকম এক ইতালিয়ান স্টাইল। ইতালি এভাবে খেললে তাহলে তারা ফেবারিট। দেইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চে যে ফুটবলার আছে, তাদের দিয়ে আরেকটা জাতীয় দল তৈরি করতে পারে।’
ওয়েম্বলির সমর্থক নিয়ে তার মিশ্র প্রতিক্রিয়া, ‘স্বাগতিকদের জন্য সমর্থন যেমন ইতিবাচক তেমনি আবার চাপও। ৫৫ বছর পর শিরোপার সামনে ৫০ হাজার দর্শক সামনে খেলা চাপও।’ ওয়েম্বলির দর্শক ইতালির জন্য চাপ হবে না মনে করেন, ‘ইতালির সব জায়গায় সব পরিস্থিতিতে খেলার অভ্যাস আছে। ফাইনালের ফলাফল নিয়ে তার মতামত, ‘দুটি দলই উনিশ বিশ বা সাড়ে উনিশ বিশ। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।’
খেলোয়াড়দের গড় বয়সের তারতম্যে স্বাগতিক ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখলেন,‘ইতালিতে অভিজ্ঞ খেলোয়াড় অনেক। পাশাপাশি বয়সের ভার বেশি। ইংল্যান্ডের তারুণ্য বেশি। তরুণদের মধ্যে ভয়, শঙ্কা কম।’ সব কিছু মিলিয়ে বেশ উপভোগ্য ফাইনাল প্রত্যাশা তার, ‘যে সব দেশের ঘরোয়া লিগ যত শক্তিশালী তারাই ভালো খেলছে বেশি। কিছু ক্ষেত্রে ইতালি আবার কিছু ক্ষেত্রে ইংল্যান্ড এগিয়ে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচ আশা করছি।’
এজেড/এটি