মাহমুদউল্লাহকে জয় উৎসর্গ বাংলাদেশের

‘সাইলেন্ট কিলার’ নামেই সমর্থকদের কাছে পরিচিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিরবে-নিভৃতে দলের প্রয়োজনে লড়ে যান তিনি। ব্যাট কিংবা বল, একাধিকবার বিপদে পড়া দলকে একাই টেনে তুলেছেন তিনি। জিতিয়েছেন বেশকিছু ম্যাচ। এবার নিজের নামের স্বার্থকতা সামনে এনে নিরবে-নিভৃতেই টেস্ট ক্রিকেট ছাড়লেন মাহমুদউল্লাহ। কোনও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার প্রয়োজন মনে করেননি তিনি।
মাহমুদউল্লাহ যে টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন, সেটি জানতেন সতীর্থরা। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টটি মাহমুদউল্লাহর ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হয়ে থাকল। এই ম্যাচটি ২২০ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মুমিনুল হক জানালেন, এই জয় তাদের পক্ষ থেকে মাহমুদউল্লাহকে উৎসর্গ করা হয়েছে।
মুমিনুল বলেন, ‘আমরা চেষ্টা করছি উনার শেষ ম্যাচটি যাতে ওইভাবে শেষ হয়। উনার জন্য জিনিসটা উৎসর্গ করে, উনার শেষ ম্যাচ যেহেতু, শুনেছি উনার অভিষেক ম্যাচটিও জিতছিলেন।’
গত শুক্রবার গুঞ্জন শোনা যায়, টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বরত অনেকেই জানিয়েছেন, মান-অভিমান থেকে এমন ভাবনা এই অলরাউন্ডারের। অবসরের বিষয়টি উড়িয়ে দেন সকলেই। তবে নিজের সিদ্ধান্তে অনড় মাহমুদউল্লাহ। সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ায় হারারের টেস্টের পঞ্চম দিনে (রোববার) সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান।
তবে কেন হঠাত অবসরের সিদ্ধান্ত মাহমুদউল্লাহর সেটি জানাতে পারেননি মুমিনুল, ‘এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে আমার বলাটা কষ্টকর। এরকমভাবে আমি অবগত না। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আমিও জানি ক্রিটিক্যাল কিছু না (কমেন্ট করা)। অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে আমার খারাপ লাগার কথা, যদি খারাপ না লাগে সেটা অবশ্যই অস্বাভাবিক একটা জিনিস।’
টিআইএস