হেরে বিপাকে রাজশাহী

এই ম্যাচ জিতলেও নিশ্চিত ছিল না মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্লে অফ খেলা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৩৬ রানে হেরে যাওয়ায় কাজটা আরও কঠিন হয়ে গেল তাদের জন্য। এবার দিনের আরেক ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের বড় হারের দিকে তাকিয়ে থাকতে হবে রাজশাহীর।
বাঁচা মরার লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার এমন সিদ্ধান্তের পর ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস।
দুই জনেই তুলে নেন ফিফটি। ৩ চার ও ৪ ছক্কায় ৪৮ বলে ৬৩ রান করে সৌম্য ও ৫ চার এবং ১ ছক্কায় ৪৩ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরত যান লিটন দাস।
এই দুই জনের বিদায়ের পর কিছুটা স্থির হয়ে পড়েছিল চট্টগ্রামের ইনিংস। তবে শেষদিকে সামসুর রহমান শুভর ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ১৭৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে ৩ ওভার ৩ বল করে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন আনিসুল ইসলাম ইমন।
চট্টগ্রামকে জবাব দিতে নেমে প্রথম ওভার থেকেই ১০ রান তুলে রাজশাহী। তবে নাহিদুলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই স্টাম্পিং হন ওপেনার আনিসুল ইসলাম ইমন। এরপর কোনো টপ অর্ডার ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি।
মাঝখানে রাজশাহীকে কিছুটা আশার আলো দেখান নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান। ২ চারে ২৮ বলে ২৮ রান করে নুরুল ও ১৭ বলে ২৬ রান করে মেহেদি ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় রাজশাহীর আশা। নির্ধারিত ২০ ওভারের পুরোটা খেললেও ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি তুলতে পারেননি শান্তরা।
এমএইচ