‘রিয়াদ ভাই হুট করে ড্রেসিংরুমে জানিয়েছে’

২২০ রানের দারুণ এক জয় সঙ্গী করে দেশে ফিরলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জিম্বাবুয়ে থেকে ঢাকায় আসার পথটা অবশ্য বেশ দীর্ঘ। একদিনের ভ্রমণ। হারারে থেকে জোহানেসবার্গ। এরপর কাতার এয়ারওয়েজে সরাসরি দোহা হয়ে রাজধানীতে। সকালেই ঢাকা পা রেখেছেন টেস্ট দলের ৬ সদস্য, যারা ছিলেন না জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে।
মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুমিনুল ছাড়াও নামেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইয়াসির আলি। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাদমান। যেখানে কথার অনেকটা জুড়ে ছিলেন টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ।
সাদমান জানালেন, সতীর্থের বিদায়ী টেস্ট এটা আরও বেশি ভাল করতে প্রেরণা দিয়েছে তাদের। যদিও আঁচ করতে পারেন নি ১৫০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে বিদায় বলবেন রিয়াদ। সাদমান বলছিলেন, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। এমনি হঠাৎ শুনতে পেড়েছিলাম যে রিয়াদ ভাইর মনে হয় এটাই লাস্ট টেস্ট। এরপর ম্যাচের একটু আগে জানতে পারি উনি আর খেলবেন না। উনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে ওনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’
৫০ টেস্ট খেলা রিয়াদের বন্দনাও থাকল সাদমানের কথায়। আরও বলছিলেন, ‘উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন তাই ওনার কারণে সবাই একটু মন খারাপ করেছিলাম, যে করেই হোক শেষ ম্যাচটা উনার জন্য খেলতে হবে। আমরা তো অবশ্যই জানতাম না এটা ওনার শেষ ম্যাচ। রিয়াদ ভাই হুট করে ড্রেসিং রুমে আমাদের জানিয়েছে। এরপরই সবাই চিন্তা করেছি যে রিয়াদ ভাইর জন্য খেলব। সবার ইচ্ছে ছিল শেষ মুহূর্তটা ওনাকে উৎসর্গ করব। আমরা সেভাবেই করছি।’
সতীর্থদেরও ধন্যবাদ দিতে পারেন রিয়াদ। কারণ গার্ড অব অনারের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা যে তাকে উৎসর্গ করলেন মুমিনুল হকরা।
এটি/এনইউ