রোমান-বাকীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আসন্ন টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেট ও সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা এবং শুভাকামনা জানিয়েছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেয়নের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এটি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার বক্তব্য প্রদানের আগে একটি শুভেচ্ছা বার্তা দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকক্ষণ আলাপ হয়েছে। অলিম্পিকে অংশ নিতে যাওয়া সকল অ্যাথলেট, অফিসিয়াল,সাংবাদিককে প্রধানমন্ত্রী তার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।’
বিওএ মহাসচিব আরও বলেন, ‘টোকিও অলিম্পিক ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বরাবরের মত সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন টোকিও অলিম্পিকের জন্য প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা সংবাদ সম্মেলন চলাকালে প্রদর্শন করে।
এজেড/এমএইচ