ইউরোর সেরা, ৬০০ কোটি টাকার গোলরক্ষককে ফ্রিতে দলে নিল পিএসজি

বিষয়টা ‘প্রায়’ নিশ্চিত ছিল আগে থেকেই। এক দিন আগে মিলানকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিদায় বলেছিলেন, এবার পিএসজি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দলে টেনেছে ইউরোর সেরা গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে। আর এই দলবদলে কোনো প্রকারের অর্থই লাগেনি নেইমারের ক্লাবের, মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় যে এতদিন ‘ফ্রি এজেন্ট’ হয়ে ছিলেন ইতালিয়ান এই গোলরক্ষক!
সদ্য সমাপ্ত ইউরোয় ইতালির রক্ষণে শেষ আস্থার দেয়াল হয়ে ছিলেন ডনারুমা। ফাইনালে জয়টাও তো এসেছে তার নৈপুণ্যে, পেনাল্টি সেভ করেছেন দুটো, যাতে ভর করে ১৯৬৮ সালের পর প্রথম ইউরো শিরোপা জেতে পিএসজি। বয়স মাত্র ২২, তাতেই জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
গেল মৌসুমটাও দারুণ কাটিয়েছেন তিনি। তার নৈপুণ্যেই তো এসি মিলান এবার ৭ মৌসুম পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগে। দলটির হয়ে ছয় মৌসুমে ডনারুমা সিরি’আয় খেলেছেন সর্বমোট ২১৫ ম্যাচ। জাতীয় দলের হয়ে সর্বকনিষ্ঠ গোলরক্ষকের রেকর্ডটিও তার দখলে। ২০১৬ সালে ১৭ বছর ১৮৯ দিন বয়সে চড়িয়েছিলেন ইতালির গোলরক্ষকের জার্সি। সেই গোলরক্ষককেই এবার ফ্রিতেই দলে টেনেছে পিএসজি।
বর্তমান বাজারমূল্য অনুসারে তার মুল্য হওয়ার কথা ৬০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৬০০ কোটি টাকা। সেই টাকার কানাকড়িও খরচ করতে হচ্ছে পিএসজিকে, কারণ এর আগেই মিলানের সঙ্গে চুক্তির শেষ হয়ে গিয়েছিল।
তবে চলতি মৌসুমে নেইমারের ক্লাবের এটিই প্রথম ‘ফ্রি’ দলবদল নয়। এর আগে জর্জিনিও ওয়াইনাল্ডাম, সার্জিও রামোস, আশরাফ হাকিমিকেও দলে টেনেছে পিএসজি।
এনইউ