তামিমের কাছে জিম্বাবুয়ের কাজটি ‘আজব’

বিস্ময়করই বটে। রাত গড়ালেই শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। অথচ বাংলাদেশের বিপক্ষে এখনো আনুষ্ঠানিক কোনো দলই দেয়নি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। প্রতিপক্ষ হিসেবে কারা থাকবেন, সেটি এখনো অজানা সফরকারীদের। সিরিজ শুরুর আগে এ বিষয়ে বিস্ময় চেপে রাখতে পারলেন না টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
আজ (বৃহস্পতিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা একটু আজব কাহিনী, একটু ভিন্ন আমার কাছেও মনে হচ্ছে। কারণ ২৪ ঘণ্টাও নেই, এখনও আমরা জানি না কোন দলের বিপক্ষে খেলব। সাধারণ এই সময়ে টিম মিটিং হয়…বোলিং মিটিং, ব্যাটিং মিটিং হয়। প্রতিপক্ষের দলই না জানলে কাদের নিয়ে মিটিং করব, সেটাই বুঝতে পারছি না। অবাক করার মতো ব্যাপার।’
সাধারণত ম্যাচের আগে প্রতিপক্ষ বধের ছক কষে দলগুলো। স্কোয়াডে কারা খেলতে পারেন, কজন ডানহাতি-বাঁহাতি আছেন তা বিবেচনা করে নিজেদের একাদশ সাজায় দলগুলো। তবে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল যেন পড়েছে অথৈ জলে। প্রটোকল অনুযায়ী সিরিজ শুরুর ১০ দিন আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা স্বাগতিক দলের ক্রিকেটারদের। অথচ সিরিজ শুরুর আগের দিনও তেমন কিছুই দেখেননি তামিম।
তামিম বলেন, ‘তাদের খেলা বা কারা খেলবে এ নিয়ে আমার কোনো ধারণা নাই। আমি যতটুকু জানি, আমরা যে হোটেলে আছি সেই হোটেলে দশদিন তাদের কোয়ারেন্টাইন করতে হবে। কিন্তু আমি আসলে এখনো দেখিনি তাদেরকে।’
ওয়ানডে স্কোয়াড না দিলেও এর আগে ২০ সদস্যের টেস্ট দল দিয়েছিল জিম্বাবুয়ে। এবার প্রতিপক্ষ নিয়ে ধারণা না থাকলেও জয় ভিন্ন ভাবনা নেই লাল-সবুজের প্রতিনিধিদের। দুই দলের লড়াইয়ে অতীত পরিসংখ্যান না ঘেঁটে আগামীকাল (শুক্রবার) সিরিজের প্রথম ওয়ানডেতে চোখ তামিমের। যেটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
তামিম জানালেন, ‘আমি অবশ্যই আশাবাদী যে আমরা সিরিজ জিতব। আমি সবসময় একটা কথা বলি, আগের জিনিস আমি বলতে পছন্দ করি না, দেখতে পছন্দ করি না। আমার কাছে কালকের ম্যাচটাই গুরুত্বপূর্ণ।’
টিআইএস/এটি/জেএস