তিন বিদেশির গোলের ম্যাচে জামালের জয়

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকল শেখ জামাল। ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এক ম্যাচ বেশি খেলা সাইফ স্পোর্টিং। উজবেক মিডফিল্ডার জন ওতাবেকের ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। ১৯ মিনিটে অল্পের জন্য গোল থেকে বঞ্চিত হয় শেখ জামাল। ওতাবেকের নেওয়া বাঁকানো শট গোলবারের একদম পাশ দিয়ে বাইরে চলে যায়। মিনিট পাঁচেক পর আবারও রক্ষা পায় সাইফ স্পোর্টিং। এবার তাদের ত্রাতা হয়ে আসেন গোলকিপার শান্ত কুমার রায়। মাঝমাঠ থেকে সলোমন কিংয়ের বাড়ানো লম্বা পাস ধরে বাঁ পাশ দিয়ে ভলি করেন জনব ওতাবেক। সেই ভলি থেকে মাথা ছোঁয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। কিন্তু দুর্দান্ত ভাবে লাফিয়ে রক্ষা করেন সাইফের গোলরক্ষক শান্ত কুমার।
৩৫ মিনিটে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফ স্পোর্টিং ক্লাবের রিয়াদুল হাসান রাফিকে। সাইফের বক্সে হেড করতে গিয়ে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহর মাথার সঙ্গে আঘাত লাগে রাফির। এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন এই দুই ফুটবলার। ফলে হাসপাতালে যেতে হয় রাফির। তার পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামেন সবুজ হোসাইন। সাইফ গোলের দেখা না পেলেও কাউন্টার আক্রমণে সুযোগ হাত ছাড়া করেনি শেখ জামাল।
সোলাইমান সিল্লাহর বাড়ানো পাস থেকে ডান পায়ের শটে গোলে পরিণত করেন ওমর জোবে। খেলতে গিয়ে প্রচণ্ড গরমে নাভিঃশ্বাস উঠে যায় ফুটবলারদের। ফলে কুলিং ব্রেকও দিতে হয়েছে রেফারিকে। ম্যাচের ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ে ভলি নেন জামাল ভূঁইয়া। কিন্তু তা সাইড বারের পাশ দিয়ে চলে যায় মাঠের বাইরে। মিনিট ছয়েক পরেই সমতায় ফেরে সাইফ। তাদের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকলিকে আটকাতে গিয়ে বক্সের মধ্যেই মাটিতে পড়ে গেলে বল হাতে লাগে শেখ জামালের ডিফেন্ডার মনির হাসানের। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি দেন রেফারি বিতুরাজ বড়ুয়া। স্পট কিক থেকে অনায়াশে গোল করেন জন ওকোলি।
৭৬ মিনিটে ফের এগিয়ে যায় শেখ জামাল। বক্সের বাইরে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করেন জামালের জন ওতাবেক। ৬ মিনিট বাদেই ম্যাচে সমতায় ফিরতে পারত সাইফ। কিন্তু বাঁধা হয়ে দাড়ায় শেখ জামালের ক্রসবার। অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে আসা বল সবুজের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ এনগোকে মাথা ছোঁয়ালেও তা ফিস্ট করেন শেখ জামালের গোলকিপার সামিউল ইসলাম মাসুম। শেষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
এজেড/এমএইচ