রাফির মাথায় ৬ সেলাই

ম্যাচের তখন ৩৫ মিনিট। উড়ন্ত বল দখলের লড়াইয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের রিয়াদুল হাসান রাফি ও শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহ। সাইফের বক্সে হেড করতে গিয়ে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহর মাথার সঙ্গে আঘাত লাগে রাফির মাথার।
এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন এই দুই ফুটবলার। মাথায় গুরুতর আঘাত পান রাফি। মাথার একটি অংশ দিয়ে বেরিয়ে পড়ে রক্তও। মাঠে থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথার যে জায়গায় কেটে গেছে সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়।
হাসপাতালে কিছুক্ষণ রেখে পরবর্তীতে তাকে ক্লাবে পাঠানো হয়। তিনি এখন সাইফ স্পোর্টিং ক্লাবের ক্যাম্পে অবস্থান করছেন। সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড রিয়াদুল হাসান রাফির দ্রুত সুস্থতা কামনা করেছে।
রাফির পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামেন সবুজ হোসাইন। রাফির অনুপস্থিতির প্রভাব ম্যাচে ভালোই অনুভূত হয়েছে। সাইফ স্পোর্টিং ১-২ গোলে জামালের কাছে হেরেছে।
এজেড/এমএইচ/জেএস