চোট নিয়ে খেলবেন তামিম, মুস্তাফিজকে নিয়ে শঙ্কা

পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে বাংলাদেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। সম্প্রতি ফর্ম ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। তামিম ইকবালও ফিট নন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। এর মধ্যে আবার মুস্তাফিজুর রহমান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। তামিম অবশ্য ঝুঁকি নিয়েই খেলবেন বলে জানিয়েছেন। আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে গিয়েছে বাংলাদেশ দল। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডে সুপার লিগের ৩ ম্যাচের একটি সিরিজ খেলবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সফরকারী দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কথা বললেন দলের চোট সমস্যা নিয়ে।
বৃহস্পতিবার নিজের ইনজুরি ইস্যুতে তামিম বলেন, ‘আমার বিষয়টা এমন একটা পর্যায়ে আছে যা ঠিক হতে সময় নেবে। ৫-৬ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বিষয়টা এমন না। ফিজিও একটা পরিকল্পনা দিয়েছে, যাদের মেইল করা দরকার তাদের ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা কিছুটা সময় নেবে। এখন আমরা যে জিনিসটা করছি সেটা হলো ম্যানেজ করার চেষ্টা। ঝুঁকি মুক্ত থেকে যতটুকু সম্ভব খেলা। আবার ইনজুরি হলে আমি একটা সমস্যার মুখোমুখি হতে পারি।’
সঙ্গে যোগ করেন তামিম, ‘কালকে আমি টেপিং করে যতটুকু ব্যাটিং করেছি (প্রস্তুতি ম্যাচে), ফিল্ডিং অবশ্য খুব একটা করিনি। একটু ম্যানেজ করে আশা করি সিরিজটা পার করতে পারবো। তারপর পরবর্তী পরিকল্পনাটা হয়তো আপনারা জানবেন।’
এদিকে গতকাল (বুধবার) জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন পেসার মুস্তাফিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ওভারে বিপত্তি বাঁধে। ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে গোড়ালিতে চোট পান এই বাঁহাতি পেসার। এজন্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
খেলা শেষে হোটেলে ফিরেও গোড়ালির ব্যথায় অস্বস্তিবোধ করেন মুস্তাফিজ। পরে তাকে আইস থেরাপি দেওয়া হয়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজকে একাদশে দেখা যাবে কিন জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তামিম।
শঙ্কার কথা জানিয়ে তামিম বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারে যেটা হলো, ওকে ফিজিও দেখছেন। কালকের ম্যাচে ওর খেলার সম্ভাবনা আমি বলবো ফিফটি-ফিফটি। আজকে বুঝতে পারব আরও ভাল, যে কি অবস্থা। তবে এই মুহূর্তে ফিফটি-ফিফটি।’
টিআইএস/এটি