বিয়ের আট বছরে স্ত্রীকে ‘ধন্যবাদ’ সাকিবের

সাকিব আল হাসানের জীবনে চাইলে একটা বিভেদ রেখা টেনে দেয়া যায় খুব সহজে। অবিবাহিত আর বিবাহিত সাকিব। তাকে অনেকেই চিনতেন এক রোখা, জেদি ও রাগী স্বভাবের মানুষ হিসেবে। কিন্তু ২০১২ সালের ডিসেম্বরের ১২ তারিখ উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করার পর যেন একদমই বদলে যান তিনি।
স্ত্রীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশে কখনো কমতি দেখা যায়নি তার মধ্যে। আচার-আচরণেও পরিবর্তন এসেছে এ কারণে।
শনিবার ছিল সাকিব-শিশির দম্পত্তির বিয়ের আট বছর। এই উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে দুই কন্যার সঙ্গে নিজেকেও শিশু হিসেবে উল্লেখ করেন সাকিব।
তিনি লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ ৮ বছর ধরে তিন শিশুকে যত্ন করার জন্য। আমি তোমাকে বলতে পারব না আমি তোমাকে কতটা ভালোবাসি। এটাই বলতে পারব শুধু তোমার সঙ্গে আমি আজীবনের জন্য সবচেয়ে দীর্ঘ জুটি গড়েছি। আমার জীবনের পাওয়াগুলোর মধ্যে তুমিই সবেচেয়ে সেরা। আমি তোমাকে ভালোবাসি।’
২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে সাকিব-শিশিরের। এর প্রায় তিন বছর পর তাদের ঘরে আসে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এ বছরের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। তাদের ঘরে এসেছে আরেক কন্যা ইরাম হাসান!
এমএইচ/এটি