জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
মঙ্গলবার (২০ জুলাই) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে সফরে রয়েছে। এক ম্যাচের টেস্টে বাংলাদেশ জয়লাভ করে। টেস্টের পর ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ২২ জুলাই থেকে শুরু হবে টি২০ সিরিজ। টেস্ট, ওয়ানডের পাশাপাশি টি টুয়েন্টি সিরিজেও বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এজেড/এসকেডি